সভার রেজুলেশন লেখার ছক
বিভিন্ন
সরকারি বা বেসরকারি প্রথতষ্ঠানে কর্মরত অফিস প্রধান বা দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিবর্গগে
বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়নের জন্য সভার আয়োজন করতে হয়। সভায় আলোচিত বিষয়
ও গৃহীত সিদ্ধন্তের রেজুলেশন লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককগনকে বিভিন্ন
উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা ও বিদ্যালয়ের সার্বিক অবস্থা বিশ্লেষনের জন্য প্রতিমাসেই ম্যানেজিং কমিটির সভার আয়োজন করতে হয়।
এই সভার রেজুলেশন বিভিন্নজন বিভিন্ন রকম করে লিখে থাকেন। রেজুলেশন লেখার জন্য সঠিক
ছকটি আপনি দেখে নিতে পারেন, হয়ত আপনার কাজে
লাগবে…

ছকটি
সেভ করতে এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এজ এ ক্লিক করে সেভ করুন
খুব গুরুত্বপূর্ণ পেষ্ট
ReplyDeleteসুন্দর
ReplyDeleteধাপ রয়েছে,
ReplyDelete১, সংগঠন বা প্রতিষ্ঠানের প্যাড, এখানে সবার উপরে বড় করে বাংলা ও ইংরেজিতে সংগঠন বা প্রতিষ্ঠানের নাম লিখে নিচে ঠিকানা লিখতে হবে
২, ভূমিকা, ভূমিকায় লিখতে হবে "অদ্য........... (তারিখ) রোজ......(বার)...........(সময়)............(স্থান)............... (সংগঠন বা প্রতিষ্ঠান প্রধানের নাম যার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে) এর সভাপতিত্ব এক.............(বৈঠকের ধরন) বৈঠক অনুষ্ঠিত হয়, উক্ত বৈঠকে নিম্নোক্ত বিষয়ে আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহন করা হয়,
৩, আলোচ্য সূচি, এ অংশে বৈঠকের আলোচনার বিষয় বস্তু ধারাবাহিক ভাবে লিখতে হবে,
৪, উপস্থিতি স্বাক্ষর, কমিটির সকলের নাম পদবী সহ ধারাবাহিক ভাবে লিখে স্বাক্ষর করতে হবে, উল্লেখ্য উপস্থিত বা অনুপস্থিত সকলের নাম তালিকায় থাকবে, বৈঠকে অনুপস্থিত যারা থাকবেন তাদের স্বাক্ষরের ঘরে সাধারণ সম্পাদক অথবা বৈঠক পরিচালনাকারী বৈঠক শেষে ক্রস চিহ্ন দিবেন
৫, সিদ্ধান্তাবলি,আলোচ্য বিষয়াদির ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তাবলি ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করতে হবে,
Bank account oppening resolution
ReplyDeletenice
ReplyDelete