ক্যাশ বইয়ের নমুনা


প্রাথমিক বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় ক্যাশ   বইয়ের গুরত্ব অত্যধিক । বিভিন্ন উৎস হতে প্রাপ্ত অর্থের সঠিক ব্যবহার ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে সঠিকভাবে ক্যাশ বই হালফিল করা প্রয়োজন। এতে একদিকে যেমন সততা ও নিষ্ঠার সাথে কাজ করা যায় তেমনি জবাবদিহিতাও নিশ্চিত হয়, সেই সঙ্গে আত্মবিশ্বাসও বেরে যায় অনেকগুন। দেখে নিনি কিভাবে আপনার ক্যাশ বইয়ে সকল তথ্য এন্ট্রি করবেন



ছকটি সেভ করতে এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এজ এ ক্লিক করে সেভ করুন



Comments

Post a Comment

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে