শিক্ষক হিসাবে আপনি কতটা দক্ষ




পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ সম্ভবত নিজের সমালোচনা করা , অথচ আপনি যদি আপনার নিজের সমালোচনা তথা নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন তাহলে অনকে ক্ষত্রেই আপনি নিজেকে উন্নত করতে পারবেন ,সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারবেন , নিজের কর্মক্ষেত্রে নিজেকে আরও দক্ষকরে গড়ে তুলতে পারবেন। শিক্ষদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আত্মমূল্যায়ন করাটা ভিষন জরুরী। শিক্ষকগনকেনিজেকে মূল্যায়নের জন্য নিচের ছকটি নিয়ে একটু সময় দিন, আর দেখুন শিক্ষক হিসাবে আপনি কতটা দক্ষ..


Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে