বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা (SLIP ) প্রনয়ন ও বাজেট প্রনয়নের ছক
বাংলাদেশ
সরকার দেশের প্রায় প্রতিটি সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে শিখন শেখানোর উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর বিদ্যালয়গুলিতে একটি নির্দিষ্ট
অঙ্করে অর্থ বরাদ্দ করে থাকে। শিশুদের পাঠের মান উন্নয়নের কথা বিবেচনা প্রাথমিক বিদ্যালয়ের (SLIP) কমিটির সহায়তায় একটি
পরিকল্পনা প্রনয়ন করে এবং পরিকল্পনার আলোকে একটি প্রাক্কলিত বাজেট উপজেলা শিক্ষা অফিসে
প্রেরন করতে হয়। উক্ত পরিকল্পনা সহঃ উপজেলা শিক্ষা অফিসার যাচাই বাছাই করে সুপারিশ
করে উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরন করলে তিনি তা অনুমোদন করেন। অনুমোদিত কপি বিদ্যালয়ে রেখে তার আলোকেই কেবলমাত্র
এই অর্থ খরচ করার বিধান আছে।সে কারনে SLIP এর পরিকল্পনা প্রনয়ন ও বাজেট প্রস্তুত করাটা
অত্যন্ত জরুরী। সঠিকভাবে পরিকল্পনা প্রনয়ন
ও বাজেট প্রস্তুতের ছকটি দেখে নিন
ছকটি ডাউনলোড করুন
Comments
Post a Comment