আপনার স্মার্ট ফোনে রাখুন আপনার জিপিএফ এর সকল হিসাব আর জেনে নিন বছর শেষে আপনার স্থিতি।
কীভাবে হিসাব করবেন আপনার জিপিএফ এর স্থিতি, সুত্র কী , কত টাকা
কাটলে কত জমা হবে এসব এখন আপনার মোবাইলে রেখে দিন। এর জন্য আমার দেয়া নীএচর এক্সেল
ফাইলটি ডাউনলোড করে নিন । আবশ্য ফাইলিট আপনার
মোবাইলে চালানোর জন্য আপনার মোবাইলে
Office suite/Polaris axis সফটওয়্যার ইন্সটল থাকেত হবে। এখন অধিকাংশ স্মার্ট ফোনে এটা
দেয়া থা থাকলে আপনার মোবাইলে গিয়ে নীএচর লিঙ্ক হতে ইনস্টল করে নিন। আপনাএক শুধু আপনার
প্রতি মাসের চাদার পরিমানটি একবার এন্ট্রি দিতে হবে। এছাড়া যত তম মাসে গিয়ে আপনার চাদার
পরিমান পরিবর্তন হয়েছে বা করবেন বলে ঠিক করেছেন সেখানে আপনার চাদার পরিমানটি লিখে দিন।
Down load Excel File
Download office suite for android mobile
এবার জিপিএফ হিসাব করার নিয়ম বা সুত্র। সরকার কর্তৃক প্রদত্ত নিয়ম অনুসারে প্রতিটি সরকারি কর্মচারিকে তার ভবিষ্যেতের জন্য জিপিএফ কর্তন করতে হয়। চাকুরী জীবনের শুরুতে কেউ জিপিএফ কর্তন না করলেও চাকুরীর দু বছর পর জিপিএফ কর্তন বাধ্যতা মুলক। বর্তমানে জিপিএফ এর চাদার পরিমান সর্বোচ্চ কোন কর্মচারীর মুল বেতনের অনধিক ২৫% এবং এর সুদের পরিমান ১৩% । আপিন সুদমুক্ত জিপিএফ চাইলে তা একাউন্স অফিসে আবেদনের মাধ্যামে করতে পারেন। সে ক্ষেত্রে শুধু আপনার আসল জমা টুকু হিসাব করা হবে।
Download office suite for android mobile
এবার জিপিএফ হিসাব করার নিয়ম বা সুত্র। সরকার কর্তৃক প্রদত্ত নিয়ম অনুসারে প্রতিটি সরকারি কর্মচারিকে তার ভবিষ্যেতের জন্য জিপিএফ কর্তন করতে হয়। চাকুরী জীবনের শুরুতে কেউ জিপিএফ কর্তন না করলেও চাকুরীর দু বছর পর জিপিএফ কর্তন বাধ্যতা মুলক। বর্তমানে জিপিএফ এর চাদার পরিমান সর্বোচ্চ কোন কর্মচারীর মুল বেতনের অনধিক ২৫% এবং এর সুদের পরিমান ১৩% । আপিন সুদমুক্ত জিপিএফ চাইলে তা একাউন্স অফিসে আবেদনের মাধ্যামে করতে পারেন। সে ক্ষেত্রে শুধু আপনার আসল জমা টুকু হিসাব করা হবে।
যেহেতু জিপিএফ এর হিসাব হয় চক্রবদ্ধির মুনাফা হিসাবে এবং এর
চাদাটি প্রতি মাসে জমা দিতে হয় তাই এর সুত্রিট একটু অন্য রকম। আমি খুব সাধারনভাবে সুত্রিটর
ব্যাখ্যা দিব নয়ত এখানে একেবারে গণিত শেখাতে হবে।যা অনেক বেশি সময় লাগবে এবং অনেক বেশী
গাণিতিক ব্যাখ্যার দাবী রাখে। অন্য কোন পোস্টে এটা নিয়ে আলোচোনা করার আশা রাখছি।
প্রারম্ভিক জের
|
বছরের জমা
|
বছরের সুদ
|
অগ্রীম উত্তোলন
|
বছর শেষে স্থিতি
|
১
|
২
|
৩
|
৪
|
৫
|
বিগত বছর ৩০ জুন পর্যন্ত মোট
স্থিতি
|
প্রতি মাসে কর্তন×১২
|
প্রারিম্ভক জের×০.১৩
মাসিক কর্তন×০.৮৪৫
যোগফল
|
যে টাকা ধার নেয়া হবে ।
|
(১+২+৩)-৪=৫
|
উদাহরণ: কোন
একজনের প্রতি মাসের কর্তন ১৫০০ টাকা। পূর্বের স্থিতি ৪৯৯৭৮ টাকা । বছরান্তে
হিসাব হবে
|
||||
৪৯৯৭৮
|
১৫০০×১২=১৮০০০
|
৪৯৯৭৮×০.১৩=৬৪৯৭.১৪
১৫০০×০.৮৪৫=১২৬৭.৫০
|
০০০
|
৪৯৯৭৮.০০
১৮০০০.০০
৭৭৬৪.৬৪
৭৫৭৪২.৬৪
|
৭৭৬৪.৬৪
|
এখানে বছরের সুদ হিসাব
করতে যে সুত্রটি ব্যবহার করা হয়েছে সেখানে পূর্বের স্থিতির উপর ১৩% হারে
সরল সুদ কার্যকর হয় ফলে সুত্রটি হয়
পূর্বের স্থিতি × সুদের হার/১০০
সেকারনে সুত্রটি হয়েছে
=পূর্বের স্থিতি × ১৩/১০০
= ৪৯৯৭৮×০.১৩=৬৩৯৭.১৪ টাকা
আর প্রতি মাসের কর্তনের উপর সুদের সুত্রটিতে × ০.৮৪৫ এল কোথা থেক তাই তো । যেহেতু মাসিক
চাদা প্রতি মাসে জমা দিতে হয় , এতে করে প্রতি বছরের জমা মাসে মাসে বৃদ্ধি পায় তাই
এখানে চক্রবৃদ্ধির সুদ কার্যকর হয় ।
ফলে সুত্রটি হয় =
প্রতি মাসের কর্তন×৭৮× সুদের হার/১২×১০০
তাহলে = প্রতি মাসের কর্তন ×৭৮×১৩/১২০০
=প্রতি মাসের কর্তন ×০.৮৪৫
=১৫০০×০.৮৪৫=১২৬৭.৬৪ টাকা
প্রশ্ন হলো সুত্রে
উপরে ৭৮ আর নীচে ১২ এল কোথা থেকে। সহজ
ভাবে এভাবে বলা হয় যেহেতু মাসিক চাদা ১২ মাস জমা পরে তাই নীচে ১২ এসেছে। আর জুলাই –
জুন এই বার মাসের জূলাইকে ১ আগস্ট ২
সেপে্টম্বর ৩ এভাবে জুন ১২ ধরে প্রতিটি
মাসের মানেক যোগ করলে ৭৮ আসবে। ১+২+৩+৪+৫+৬+৭+৮+৯+১০+১১+১২=৭৮। তাই উপরে ৭৮
এসেছে। এ বিষয়ে আর গানিতিক ব্যাখ্যার দাবী রাখে যা অন্য কোন দিন আলোচনা
করব।
৭৮ এর ব্যাখ্যা দিলে উপকৃত হবো, এই নিয়মে কেন ৭৮ হলো?
ReplyDeleteজি পি এফ কি করে জানবো
Delete৭৮ এর ব্যাখ্যা দিলে উপকৃত হবো, এই নিয়মে কেন ৭৮ হলো?
ReplyDelete