প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের দায়িত্ব ও কর্তব্য শ্রেণিকরনের নমুনা ছক

প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষককে নানবিধ কাজ করতে হয়। তিনি যেমন একটি প্রতিষ্ঠানের প্রধান আবার তিনি ঐ প্রতিষ্ঠানের অভিভাবকও বটে। তাকে যেমন একাডেমিক দায়িত্ব পালন করতে হয় তেমনি আবার প্রশাসনিক দায়িত্বও পালন করতে হয়। সেই সাথে তিনি একজন নেতাও।নেতার মতই তাকে সাংগঠনিক ও স্বপ্নদ্রষ্টা হয়ে সকলকে নিয়ে এগিয়ে চলার পথ দেখাতে । একজন যোগ্য প্রধান শিক্ষকই পারেন একটি প্রাথমিক বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সময়ের সাথে তাল মেলাতে। প্রধান শিক্ষকগন যদি তাদের কাজকে শ্রেনিকরন করে নেন তাহলে তাদের কাজ অনেক সহজ ও সুন্দর হবে। তবে এটা অবশ্যই একটি নমুনা মাত্র ,এর বাইরেও অনেক কাজ থাকতে পারে যা পরিবর্ধন পরিমার্জন করে নিতে পারেন।এটা নিজের কাছে রাখলে একজন প্রধান শিক্ষক দায়িত্ব ও কর্তব্যের প্রতি সঠিকভাবে নজর দিতে সক্ষম হবেন।



প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের দায়িত্ব ও কর্তব্য শ্রেণিকরনের নমুনা ছক




শিক্ষাত্রম ব্যবস্থাপনা
শিক্ষকদের পরিচালনা
রেকর্ড সংরক্ষণ
বিদ্যালয়ের সম্পদ রক্ষণাবেক্ষণ
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ,অভিভাবক ও সমাজের সাথে যোগাযোগ
সহঃ উপজেলা শিক্ষা অফিসার ও উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ
পরিবীক্ষন ও মূল্যায়ন
একাডেমিক তত্বাবধানের মাধ্যামে শিক্ষকদের পেশাগত উন্নয়ন
পরিকল্পনা প্রনয়নের মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়ন
বার্ষিক পাঠ পরিকল্পনা প্রনয়ন ও সেই আলোকে শ্রেনি রটিন প্রনয়ন
বিদ্যালয়ে শিক্ষদের নিয়মিত উপস্থিতি নিশ্চত করা
সকল রেজিস্টার হালফিল ও সংরক্ষণ করা।
ম্যানেজিং কমিটির সহায়তায় বিদ্যালয়ের আসবাবপত্র ও সম্পদ রক্ষা করা
অভিভাবক শিক্ষক সিমিতি সংগঠন ও কার্যকর রাখা
সকল তথ্য ও নথিপত্র প্রস্তুত ও সহঃ উপজেলা শিক্ষা অফিসারকে প্রেরণ করা
শিক্ষক ও ম্যানেজিং কমিটির সহায়তায়  শিশু জরীপ সম্পন্ন করা
শ্রেণি পাঠদান পর্যবেক্ষনের মাধ্যমে শিক্ষদের অনুপ্রেরণা দেয়া
বার্ষিক পরিকল্পনার আলোকে সাপ্তাহিক পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন








Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে