প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের দায়িত্ব ও কর্তব্য শ্রেণিকরনের নমুনা ছক
প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের দায়িত্ব ও কর্তব্য শ্রেণিকরনের নমুনা ছক
শিক্ষাত্রম
ব্যবস্থাপনা
|
শিক্ষকদের
পরিচালনা
|
রেকর্ড
সংরক্ষণ
|
বিদ্যালয়ের
সম্পদ রক্ষণাবেক্ষণ
|
বিদ্যালয়ের
ব্যবস্থাপনা কমিটি ,অভিভাবক ও সমাজের সাথে যোগাযোগ
|
সহঃ
উপজেলা শিক্ষা অফিসার ও উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ
|
পরিবীক্ষন
ও মূল্যায়ন
|
একাডেমিক
তত্বাবধানের মাধ্যামে শিক্ষকদের পেশাগত উন্নয়ন
|
পরিকল্পনা
প্রনয়নের মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়ন
|
বার্ষিক
পাঠ পরিকল্পনা প্রনয়ন ও সেই আলোকে শ্রেনি রটিন প্রনয়ন
|
বিদ্যালয়ে
শিক্ষদের নিয়মিত উপস্থিতি নিশ্চত করা
|
সকল
রেজিস্টার হালফিল ও সংরক্ষণ করা।
|
ম্যানেজিং
কমিটির সহায়তায় বিদ্যালয়ের আসবাবপত্র ও সম্পদ রক্ষা করা
|
অভিভাবক
শিক্ষক সিমিতি সংগঠন ও কার্যকর রাখা
|
সকল
তথ্য ও নথিপত্র প্রস্তুত ও সহঃ উপজেলা শিক্ষা অফিসারকে প্রেরণ করা
|
শিক্ষক
ও ম্যানেজিং কমিটির সহায়তায় শিশু জরীপ সম্পন্ন
করা
|
শ্রেণি
পাঠদান পর্যবেক্ষনের মাধ্যমে শিক্ষদের অনুপ্রেরণা দেয়া
|
বার্ষিক
পরিকল্পনার আলোকে সাপ্তাহিক পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন
|
Comments
Post a Comment