প্রাথমিক বিদ্যালয় পরিচালনার জন্য কিছু গুরুত্বপূর্ণ রেজিস্টারের তালিকা
প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠনের মান উন্নয়ন সহ সুন্দরভাবে পরিচালনার জন্য রেকর্ড সংরক্ষন করাটা অত্যন্ত জরূরী। আর এ সকল রেকর্ড সংরক্ষন করতে হয় নির্দিষ্ট কিছু ছকে রেজিস্টারে। রেকর্ড সংরক্ষিত না থাকলে বিদ্যালয়ের উন্নয়ন অগ্রগতী পর্যালোচনা করা সম্ভব নয়। উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া তাই পরিস্থিতি বিশ্লেষনের মাধ্যমে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে একটি প্রাথামক
বিদ্যালয়ে বেশ কিছু রেজিস্টার সংরক্ষন করতে হয় এবং প্রতিনিয়ত তা হালফিল করা প্রয়োজন। শিক্ষকগন নিজেরা যেমন তেমনি উর্দ্ধতন কর্তৃপক্ষও বিদ্যালয় পরিদর্শনের সময় রেজিস্টার পর্যবেক্ষন করে বিদ্যালয় উন্নয়নের জন্য প্রয়োজনী পরামর্শ প্রদান করতে পারেন। এতে একদিকে যেমন জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায় তেমনি বিদ্যালয় পরিচালনাও অনেক সুন্দর ও সহজতর হয় ।প্রাথমিক বিদ্যালয়ের জন্য অতি গুরুত্বপূর্ন কিছু রেজিস্টারের তালিকা নিম্নে দেয়া হলো-
১। শিশু জরিপ রেজিস্টার
২। ভর্তি রেজিস্টার
৩। ঝরে পড়া রেজিস্টার
৪।বই বিতরন রেজিস্টার
৫। ফলাফল রেজিস্টার
৬। সিএল রেজিস্টার
৭। মুভমেন্ট রেজিস্টার ( প্রধান শিঃ ও সঃ শিঃ উভয়ের )
৮। এস,এম,সি সভার রেজিস্টার
৯। পিটিএ সভার রেজিস্টার
১০। ধারাবাহিক মূল্যায়ন রেজিস্টার
১১। ব্যবহার্য দ্রব্যের স্টক রেজিস্টার
১২। মনোহরী দ্রব্যের স্টক রেজিস্টার
১৩। ক্যাশ বই
১৪। শিক্ষক হাজিরা রেজিস্টার
১৫। ছাত্রছাত্রী হাজিরা রেজিস্টার
১৬। সাবক্লাস্টার রেজিস্টার
১৭। উপবৃত্তির রেজিস্টার
১৮। কাব সংক্রান্ত রেজিস্টার
১৯। উপকরন সংরক্ষন রেজিস্টার
২০।পরিদর্শন রেজিস্টার
২১। স্টাফ মিটিং রেজিস্টার
২২। সনদ বিতরন রেজিস্টার
২৩। নম্বরপত্র বিতরন রেজিস্টার
২৪। মা সমাবেশ/উঠান বৈঠক সমাবেশ রেজিস্টার
২৫। চিঠিপত্র গ্রহন ও বিতরন রেজিস্টার
২৬। স্লিপ কমিটির মিটিং সংক্রানত রেজিস্টার
২৭। সামাজিক মূল্যায়ন কমিটির রেজিস্টার
আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আপনি যে সমস্ত রেজিষ্টার উল্লেখ করেছেন এর বাহিরে আরো অনেক রেজিষ্টার আছে। প্রায় ৪২ রকম। আর ফাইল আছে প্রায় ৪৮ প্রকার। আপনাকে আবারো ধন্যবাদ জানাই আপনার এমন প্রচেষ্টার জন্য । প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত আরেকটি ব্লগসাইড আছে সেখানে ভিজিট করার অনুরোধ রইল। নিচে LINK দিলাম, ধন্যবাদ। http://bengirhaque.blogspot.com/
ReplyDelete