প্রাথমিক বিদ্যালয়ে অতি গুরুত্ববপূর্ণ কিছু কাজ যা বছরের শুরুতে ( জানুয়ারি মাসে) করা প্রয়োজন।
বর্তমান সময় হচ্ছে তথ্য প্রবাহের যুগ। বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয় গুলো হতে অনেক অনেক তথ্য উদ্ধতন কর্তৃপক্ষ চেয়ে থাকেন। বিশেষত প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বেশ কিছু তথ্য ও কাজ থাকে যা হালফিল রাখাটা খুব জরুরী।এই কাজ গুলো প্রতি বছরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন সহঃ শিক্ষকদের সহায়তায় করে থাকেন। এমন কিছুু কাজের তালিকা নিম্নে দেয়া হলো যা সাধারনত জানুয়ারি মাসের মধ্যেই করতে হবে
১। ৩১ জানুয়ারির মধ্যে ছাত্রছাত্রী ভর্তি সম্পন্ন করে ভর্তি রেজিস্টার হালফিল করা। ছবি সহ।
২। বছরের শুরুতে অর্থাৎ ১ জানুয়ারিতে বই বিতরন উদ্বধন করে বই বিতরন রেজিস্টার যথাযথভাবে হালফিল করা।
৩।সহঃ শিক্ষক ও ম্যানেজিং কমিটির সহায়তায় শিশুজরিপ করে তথ্য হালফিল করন।
৪। ঝরে পড়ার তথ্য সঠিকভাবে নির্নয় করে তা হালফিল রাখা।
৫। বার্ষিক পাঠ পরিকল্পনা প্রস্তুত করা।
৬। শ্রেণি রুটিন প্রস্তুত করে তা অবশ্যই ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসারের নিকট হতে অনুমোদন করা।
৭। বার্ষিক কর্মপরিকল্পনা প্রস্তুত করা।
৮।বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে দৈনিক পাঠপরিকল্পনা প্রস্তুত করা( সহঃ ও প্রধান)
৯। ক্যাচমেন্ট এলাকার ম্যাপ হালফিল করা।
১০। মনিটরিং বোর্ড হালফিল করা।ছাত্রছাত্রীর তথ্য ৩১ জানুয়ারির পরে করা যেতে পারে।
এই কাজ গুলো প্রতি বছরই, বছরের শুরুতে করতে হয়। বিশেষত ছাত্রছাত্রীর ভর্তির তথ্য, শিশু জরিপের তথ্য, ঝরে পড়ার তথ্য এগুলো যে কোন সময় কতৃপক্ষ চাইতে পারেন, তাই নির্দেশের অপেক্ষায় না থেকে আগে থেকেই প্রস্তুত থাকাটা ভাল।
১। ৩১ জানুয়ারির মধ্যে ছাত্রছাত্রী ভর্তি সম্পন্ন করে ভর্তি রেজিস্টার হালফিল করা। ছবি সহ।
২। বছরের শুরুতে অর্থাৎ ১ জানুয়ারিতে বই বিতরন উদ্বধন করে বই বিতরন রেজিস্টার যথাযথভাবে হালফিল করা।
৩।সহঃ শিক্ষক ও ম্যানেজিং কমিটির সহায়তায় শিশুজরিপ করে তথ্য হালফিল করন।
৪। ঝরে পড়ার তথ্য সঠিকভাবে নির্নয় করে তা হালফিল রাখা।
৫। বার্ষিক পাঠ পরিকল্পনা প্রস্তুত করা।
৬। শ্রেণি রুটিন প্রস্তুত করে তা অবশ্যই ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসারের নিকট হতে অনুমোদন করা।
৭। বার্ষিক কর্মপরিকল্পনা প্রস্তুত করা।
৮।বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে দৈনিক পাঠপরিকল্পনা প্রস্তুত করা( সহঃ ও প্রধান)
৯। ক্যাচমেন্ট এলাকার ম্যাপ হালফিল করা।
১০। মনিটরিং বোর্ড হালফিল করা।ছাত্রছাত্রীর তথ্য ৩১ জানুয়ারির পরে করা যেতে পারে।
এই কাজ গুলো প্রতি বছরই, বছরের শুরুতে করতে হয়। বিশেষত ছাত্রছাত্রীর ভর্তির তথ্য, শিশু জরিপের তথ্য, ঝরে পড়ার তথ্য এগুলো যে কোন সময় কতৃপক্ষ চাইতে পারেন, তাই নির্দেশের অপেক্ষায় না থেকে আগে থেকেই প্রস্তুত থাকাটা ভাল।
Comments
Post a Comment