সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব্যবহৃত ও পুরাতন মালামাল বিক্রয়ের বিধান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৎকালীন মহা পরিচালক এর পক্ষে সহঃ পরিচালক জনাব আ ম হাফিজুর রহমানের ২১/১/৮৭ তারিখের ৭৭/৭৫ বিদ্যা (রাজ) স্মারক নং পত্রের ভাষ্যমতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ও অব্যবহারযোগ্য মালামাল নিম্ন উপায়ে বিক্রয় করা যাবে-

১। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পূর্ব অনুমোদনক্রমে প্রকাশ্য নিলামের মাধ্যমে।
২। নিলামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দকে উপস্থিত থাকতে হবে।
৩। নিলামের ৩ দিনের মধ্যে বিক্রয়লব্ধ টাকা ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হবে।
৪। মালামাল বিক্রয় সংক্রান্ত রেজুলেশনের কপি ও ট্রেজারী চালানের কপি উপজেলা শিক্ষা অফিসারকে জমা দিতে হবে, যা তিনি অধিদপ্তরে প্রেরণ করবেন।

Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে