শিক্ষামুলক গল্প
একবার এক শিক্ষক তার ছাত্রদের জন্য তিনটি পুতুল নিয়ে এলেন। পুতুল তিনটি দেখতে একদম এক রকম শুধুমাত্র কিছু সুক্ষ পার্থক্য ব্যাতীত।তিনি ছাত্রদের পুতুল গুলির পার্থক্য খুজে বের করতে বললেন।ছাত্রছাত্রীরা ভাল করে পর্যবেক্ষন করে পার্থক্যগুলি ধরতে পারল। ১ম পুতুলের দুই কান ছিদ্র, ২য় টার এক কান আর মুখে ছিদ্র, আর তৃতীয়টার শুধুমাত্র এক কান ছিদ্র করা আছে। তিনি শিক্ষার্থীদের একটি নিডিল দিলেন আর তা ১ম পুতুলের এক কান দিয়ে প্রবেশ করাতে বললেন।দেখা গেল নিডিলটা এক কান দিয়ে ঢুকে অপরটা দিয়ে বের হয়ে গেছে। ২য় পুতুলে প্রবেশ করালে তা কান দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে আসছে।যখন ৩য় টা দিয়ে প্রবেশ করান হয় তখন কিছুটা প্রবেশ করে আটকে যায়।
আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা ১ম পুতুলের মত,আপনি যা বলেন তা এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে বের করে দেয়,তারা এমন ভাব করে যেন আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে, আসলে তা নয়।কিছু ব্যক্তি আছে ২য় পুতুলের মত,যারা আপনার গোপন কথা শুনে অন্যকে তা বলে বেড়ায়।আর কিছু ব্যক্তি আছে ৩য় পুতুলের মত আপনার কথা শুনে তার গোপনীয়তা রক্ষা করে, আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে জানে।তাই কাউকে কিছু বলার আগে তাকে ভালভাবে বুঝে নেওয়া ভাল।
আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা ১ম পুতুলের মত,আপনি যা বলেন তা এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে বের করে দেয়,তারা এমন ভাব করে যেন আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে, আসলে তা নয়।কিছু ব্যক্তি আছে ২য় পুতুলের মত,যারা আপনার গোপন কথা শুনে অন্যকে তা বলে বেড়ায়।আর কিছু ব্যক্তি আছে ৩য় পুতুলের মত আপনার কথা শুনে তার গোপনীয়তা রক্ষা করে, আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে জানে।তাই কাউকে কিছু বলার আগে তাকে ভালভাবে বুঝে নেওয়া ভাল।
Comments
Post a Comment