জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের পরিপত্র

সোনার বাংলা গড়ার সপ্ননিয়ে বর্তমান সরকার সারাদেশে সেবার মান উন্নয়নের লক্ষ্যে এবং ঘুষ দূর্নিতী হয়রানি বন্ধের লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন কৌশল নামে একটি কর্মপত্র হাতে নিয়েছে। এর আলোকে দেশেরে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে কাজের গতি সেবার মান উন্নয়ন সহ সেবা গ্রহন করতে আগ্রহী আগত ব্যক্তি যাতে কোন রুপ হয়রানির সম্মুখীন না হোন এবং প্রয়োজনে তিনি যাতে তার অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে পারেন এ জন্য অফিস আদালতে অভিযোগ বাক্স সহ বিভিন্নধরনে  পরিকল্পনা গ্রহন করেছেন।   এ সংক্রান্ত পূর্নাঙ্গ পরিপত্রটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন।


ডাউনলোড করুন

Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে