৫/৬ বছরের শিশুদের শেখার কৌশল , জেনে রাখা ভালো।

শিশু ভুমিষ্ঠ হওয়ার পরথেকে পরিবেশের নান উপাদান ও পারিপার্শ্বিক অবস্থা হতে শিখাতে শুরু করে। একেক শিশুর চাহিদা একেক রকম।শিশুর প্রধান দুটি চাহিদা হলো--
>> ভালবাসা পাওয়া ও বড়দের কাছে গ্রহনীয় হওয়া
>> অনুসন্ধান করা , নানা রকম কাজ করা ও নিজস্ব সত্তাকে প্রকাশ করা।
সব শিশু এক রকম নয়। প্রতিটি শিশু অপর শিশু থেকে আলাদা , তার একটি নিজস্ব সত্তা রয়েছে
>>মিশুরা নিজের মত করে পৃথিবী দেখে বড়দের মত করে নয়।
>>শিশুরা কোন কিছতে বেশিক্ষন মনযোগ ধরে রাখতে পারে না
>> শিশুরা বিভিন্নভাবে খেলে ও নানা রকম কাজ করে শেখে।
>> শিশু আত্মকেন্দ্রিক হয়






শিশুদের শেখার কৌশল
Ø  দেখে
Ø  গন্ধ নিয়ে
Ø  গল্পের মাধ্যমে
Ø  তুলনা করে
Ø  কল্পনা করে
Ø  অংশগ্রহন করে
Ø  দলের কাজ করে
Ø  বই পড়ে
Ø  পর্যবেক্ষন করে

Ø  শুনে
Ø  অনুভব করে
Ø  একাকী চিন্তা করে
Ø  নির্দেশনা থেকে
Ø  গান করে
Ø  অনুসন্ধান করে
Ø  নাচের মাধ্যামে
Ø  অনুকরন করে
Ø  স্বাদ নিয়ে
Ø  উপলব্ধি করে
Ø  প্রশ্ন করে
Ø  নাড়াচাড়া করে
Ø  ছড়ার মাধ্যমে
Ø  বার বার চেষ্টা করে
Ø  অভিনয়ের মাধ্যমে

Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে