শেফ ও তার মেয়ে। একটি প্রেরণামুলক গল্প
এক মেয়ে তার বাবার কাছে অভিযোগের সুরে বলছে, বাবা, জীবন খুবই রহস্যময়। তাই আমি সিদ্ধান্ত নিতে পারছি না আমার জীবনকে কীভাবে গড়ে তুলব।জীবন যুদ্ধে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি।প্রতিনিয়ত আমাকে জীবনের সাথে জোড় করতে হচ্ছে, মনে একটা সমস্যার সমাধান করতে না করতেই আর একটা এসে হাজির হচ্ছে।
মেয়েটির বাবা ছিল একজন শেফ। তিনি তাকে রান্না ঘরে নিয়ে গেলেন। সেখানে তিনটি পানি পূর্ণ পাত্র চুলার আগুনে চাপিয়ে দেন।কিছুক্ষন পর যখন পানি ফুটতে থাকে তখন তিনি এক পাত্রে একটি আলু, একটাতে ডিম আর বাকিটাতে কিছু কফি বীজ ফেলে দেন।তারপর কিছু না বলেই রান্নাঘর ত্যাগ করেন।মেয়েটি বাবার কাজ অবাক হয়ে দেখতে থাকে আর উদ্বিগ্ন হয়ে ভাবতে থাকে তার বাবা এগুলি কেন করছে।
২০ মিনিট পর শেফ ফিরে আসেন। তিনি একটি পাত্রে আলু আর ডিমটি রাখেন আর অপর একটি পাত্রে কফি ঢেলে রাখেন।মেয়েকে জিজ্ঞাসা করেন কী দেখতে পাচ্ছ, মেয়েটি বলে আলু, ডিম আর কফি।তুমি এটা দিয়ে কী বোঝাতে চাচ্ছ? মেয়েটি তার বাবার কাছে জানতে চায়।
শেফ ভাল করে দেখতে বলে আর ডিম আর আলুর গায়ে হাত দিয়ে স্পর্শ করতে বলে।মেয়েটি বুঝতে পারে আলু নরম আর ডিম শক্ত হয়ে গেছে।এরপর তিনি কফির কাছে যেতে বলেন, কফির কড়া সুঘ্রানে মেয়েটি চঞ্চল হয়ে ওঠে।
শেফ বলেন, দেখ এদের তিনজনকেই ( আলু,ডিম,কফি) একরকম পানিতে রাখা হয়েছিল,পানির অবস্থাও একরকম ছিল কিন্ত তাদের প্রতিক্রিয়া হয়েছে ভিন্ন ভিন্ন। আলু তার শক্ত পোক্ত দেহ হারিয়ে নরম হয়ে গেছে, ডিম তার ভঙ্গুর দেহ শক্ত করেছে।আর কফি বীজ যারা সবাই আলাদা ছিল তারা একত্রিত হয়ে নিজেদের প্রকাশের মাধ্যমে পানিকেই পরিবর্তন করে নতুন কিছু তৈরি করে ফেলেছে।তুমি কী হতে চাও?
আর আপনারা কী হতে চান?
শিক্ষাঃ জীবনে বিভিন্ন পরিস্থিতি আসবেই সেখানে আপনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, তাকে ব্যবহার করবেন তার উপর আপনার চলার পথ তৈরি হবে।
মেয়েটির বাবা ছিল একজন শেফ। তিনি তাকে রান্না ঘরে নিয়ে গেলেন। সেখানে তিনটি পানি পূর্ণ পাত্র চুলার আগুনে চাপিয়ে দেন।কিছুক্ষন পর যখন পানি ফুটতে থাকে তখন তিনি এক পাত্রে একটি আলু, একটাতে ডিম আর বাকিটাতে কিছু কফি বীজ ফেলে দেন।তারপর কিছু না বলেই রান্নাঘর ত্যাগ করেন।মেয়েটি বাবার কাজ অবাক হয়ে দেখতে থাকে আর উদ্বিগ্ন হয়ে ভাবতে থাকে তার বাবা এগুলি কেন করছে।
২০ মিনিট পর শেফ ফিরে আসেন। তিনি একটি পাত্রে আলু আর ডিমটি রাখেন আর অপর একটি পাত্রে কফি ঢেলে রাখেন।মেয়েকে জিজ্ঞাসা করেন কী দেখতে পাচ্ছ, মেয়েটি বলে আলু, ডিম আর কফি।তুমি এটা দিয়ে কী বোঝাতে চাচ্ছ? মেয়েটি তার বাবার কাছে জানতে চায়।
শেফ ভাল করে দেখতে বলে আর ডিম আর আলুর গায়ে হাত দিয়ে স্পর্শ করতে বলে।মেয়েটি বুঝতে পারে আলু নরম আর ডিম শক্ত হয়ে গেছে।এরপর তিনি কফির কাছে যেতে বলেন, কফির কড়া সুঘ্রানে মেয়েটি চঞ্চল হয়ে ওঠে।
শেফ বলেন, দেখ এদের তিনজনকেই ( আলু,ডিম,কফি) একরকম পানিতে রাখা হয়েছিল,পানির অবস্থাও একরকম ছিল কিন্ত তাদের প্রতিক্রিয়া হয়েছে ভিন্ন ভিন্ন। আলু তার শক্ত পোক্ত দেহ হারিয়ে নরম হয়ে গেছে, ডিম তার ভঙ্গুর দেহ শক্ত করেছে।আর কফি বীজ যারা সবাই আলাদা ছিল তারা একত্রিত হয়ে নিজেদের প্রকাশের মাধ্যমে পানিকেই পরিবর্তন করে নতুন কিছু তৈরি করে ফেলেছে।তুমি কী হতে চাও?
আর আপনারা কী হতে চান?
শিক্ষাঃ জীবনে বিভিন্ন পরিস্থিতি আসবেই সেখানে আপনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, তাকে ব্যবহার করবেন তার উপর আপনার চলার পথ তৈরি হবে।
Comments
Post a Comment