সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন এর উন্নীত স্কেলে বেতন ভাতার জটিলতা নিরসন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হতে গত ২২/০৫/১৬ ইং তারিখে জারিকৃত পত্রের মাধমে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত পদ মর্যাদা ২য় শ্রেণি বিধায় ২৭/১১/১৫ ইং তারিখে ইতোপূর্বের জারীকৃত পত্রটি সংশোধন বা পরিমার্জন করে প্রধান শিক্ষকগনকে নন গেজেটেড হিসাবে বেতন নির্ধারণের সুযোগ নেই। পত্রের ভাষ্য মতে প্রধান শিক্ষকদের করসপন্ডিং বেতন দেওয়ার কোন সুযোগ নেই একই সঙ্গে প্রধান শিক্ষকগন গেজেটেড না নন গেজেটেড এখনও বিষয়টি স্পষ্ট হলো না।
Comments
Post a Comment