আপনার নতুন স্মার্ট মোবাইলে ইন্টারনেট চালু হচ্ছে না ? জেনে নিন কী করতে হবে।



বর্তমান সময়ে স্মার্ট মোবাইল ফোন একটি অতি প্রয়োজনীয় ডিভাইস। মেইল চেক, ফেসবুকিং থেকে অনেক প্রয়োজনীয় কাজ এই স্মার্ট ফোনের সাহায্যে করা যায়। আপনি হয়ত অনেক কষ্টে টাকা জমিয়ে বাজার হতে একটি ভাল কোম্পানির দামি স্মার্ট ফোন কিনে আনলেন , কিন্তু বাসায় এসে দেখলেন  এটাতে ইন্টারনেট কানেকশন পাচ্ছে না অথচ আপনি মোবাইল অপারেটরদের দেয়া ইন্টারনেট প্যাকেজ কিনেছেন। তাহলে সমস্যা কোথায় । অনেক ঘাটাঘাটি করলেন কিন্তু কোন সমাধান বের করতে পারছেন না। প্রচন্ড বিরক্তিতে আপনার মাথার চুল টেনে ছিড়তে ইচ্ছা করছে। মোবাইলে সমস্যা আছে বলে মনে হচ্ছে। আবার দৌড়ে যাচ্ছেন যেখান থেকে কিনেছেন সেখানে বা কাস্টমার কেয়ারে অথবা এমন একজনকে খুজে বার করলেন যিনি মোবাইল সম্পর্কে ভাল জ্ঞান রাখেন। আসলে এটা কিন্তু মোবাইল ডিভাইসের কোন সমস্যাই না। ইন্টারনেট কানেকশন পেতে ম্যানুয়ালি ছোট একটি কাজ করতে হয় যেটা আপনার জানা ছিল না। ইন্টারনেট কানেকশন পেতে আপনাকে Access Point Names (APN) সেট করে নিতে হবে, তাহলেই আপনার সেটেও কানেকশন পেয়ে যাবেন। চলুন যেনে নিই কীভাবে এটা করা যায়…..
১। আপনার মোবাইলের Setting এ যান
২। এবার  wireless & Network বা More Networks এ চাপুন।
৩। Mobile Network এ চাপুন।
৪। এবার Acess Point Names এ চাপুন।
৫। কোন কোন সেটে  New APN বাটন পাবেন। এখানে চাপুন । কোন কোনটাতে সরাসরি পরের অপশন পাবেন।
৬। এখানে Name ঘরে  Internet লিখুন। APN ঘরে আপনার কাঙ্খিত অপারেটরের নাম দিতে হবে। যেমন Grameen Phone  হলে gpInternet লিখুন।Robi  হলে robInternet লিখুন ইত্যাদি।
৭। Ok করে বের হয়ে আসুন।
৮। এবার Apn Type এ যান। এখান থেকে Internet সিলেক্ট করে Save/ok করে বের হয়ে আসুন ।




৯। এবার 



ব্যাস হয়ে গেল । এবার দেখুন আপনার মোবাইলে ঠিক ইন্টারনেট কানেকশন পাচ্ছে। তবে মনে রাখবেন কিছু ‍কিছু সেটে এটা সেট করার পর রিস্টার্ট করা লাগতে পারে। এবার আপানার প্যাকেজ নেয়া থাকলে বা আপনার একাউন্টে টাকা থাকলে অবশ্যই ইন্টারনেট কানেকশন পাবে।

Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে