আপনার নতুন স্মার্ট মোবাইলে ইন্টারনেট চালু হচ্ছে না ? জেনে নিন কী করতে হবে।
বর্তমান
সময়ে স্মার্ট মোবাইল ফোন একটি অতি প্রয়োজনীয় ডিভাইস। মেইল চেক, ফেসবুকিং থেকে অনেক
প্রয়োজনীয় কাজ এই স্মার্ট ফোনের সাহায্যে করা যায়। আপনি হয়ত অনেক কষ্টে টাকা জমিয়ে
বাজার হতে একটি ভাল কোম্পানির দামি স্মার্ট ফোন কিনে আনলেন , কিন্তু বাসায় এসে দেখলেন এটাতে ইন্টারনেট কানেকশন পাচ্ছে না অথচ আপনি মোবাইল
অপারেটরদের দেয়া ইন্টারনেট প্যাকেজ কিনেছেন। তাহলে সমস্যা কোথায় । অনেক ঘাটাঘাটি করলেন
কিন্তু কোন সমাধান বের করতে পারছেন না। প্রচন্ড বিরক্তিতে আপনার মাথার চুল টেনে ছিড়তে
ইচ্ছা করছে। মোবাইলে সমস্যা আছে বলে মনে হচ্ছে। আবার দৌড়ে যাচ্ছেন যেখান থেকে কিনেছেন
সেখানে বা কাস্টমার কেয়ারে অথবা এমন একজনকে খুজে বার করলেন যিনি মোবাইল সম্পর্কে ভাল
জ্ঞান রাখেন। আসলে এটা কিন্তু মোবাইল ডিভাইসের কোন সমস্যাই না। ইন্টারনেট কানেকশন পেতে
ম্যানুয়ালি ছোট একটি কাজ করতে হয় যেটা আপনার জানা ছিল না। ইন্টারনেট কানেকশন পেতে আপনাকে
Access Point Names (APN) সেট করে নিতে হবে, তাহলেই আপনার সেটেও কানেকশন পেয়ে যাবেন।
চলুন যেনে নিই কীভাবে এটা করা যায়…..
৬। এখানে
Name ঘরে Internet লিখুন। APN ঘরে আপনার কাঙ্খিত
অপারেটরের নাম দিতে হবে। যেমন Grameen Phone হলে gpInternet লিখুন।Robi হলে robInternet লিখুন ইত্যাদি।
৭। Ok করে
বের হয়ে আসুন।
Comments
Post a Comment