বিশুদ্ধ অক্সিজেন কী আমাদের জন্য ভাল না ক্ষতিকর
আমরা
বেচে থাকার জন্য শ্বাস টেনে নেওয়ার মাধ্যমে অক্সিজেন গ্রহন করে থাকি। অক্সিজেন ছাড়া
বেচে থাকার কথা কল্পনাও করা যায় না। কিন্তু আমারা এটা কী জানি ১০০% বিশুদ্ধ অক্সিজেন
যদি আমার গ্রহন করি তাহলে তা আমাদের জন্য ভাল না ক্ষতির কারন হবে। আপাতদৃষ্টিতে মনে
হতে পারে বিশুদ্ধ অক্সিজেন আমাদের জন্য ভাল হবারই তো কথা । প্রকৃতপক্ষে ১০০% বিশুদ্ধ
অক্সিজেন আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এমন কি তা প্রানঘাতি।
বায়ুতে আমারা যে অক্সিজেন গ্রহন করে থাকি সেখানে ২১% অক্সিজেন থাকে। আর সেখানে আমরা ১০০% অক্সিজেন গ্রহন করলে তা আমাদের নার্ভের উপর প্রভাব ফেলে । এর কারন কী। বায়ু থেকে আমরা যে অক্সিজেন গ্রহন করি তা রক্তের হিমোগ্লোবিনের সাথে বন্ধনের মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন অংশে পৌছে দেয়। কিন্তু যখন ১০০% অক্সিজেন গ্রহন করা হয় তখন অতিরিক্ত অক্সিজেন আমাদের লাঙ্স প্রটিনের এর সারফেসের উপর বন্ধন তৈরি করে যার কারনে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ও রেটিনার ক্ষতি করে ফলে মানুষ মারাও যেতে পারে। এ জন্য ১০০% বিশুদ্ধ অক্সিজেন কখনই আমাদের জন্য ভাল না
Comments
Post a Comment