ভুল বিশ্বাস
কোন একদিন এক ভদ্রলোক একটি সার্কাস দলের হাতীর পাশ দিয়ে যাচ্ছিলেন।তিনি হাতীটাকে দেখে হটাৎ থমকে যান। হাতীটাকে সামনের পায়ে একটি সাধারন দড়ি দিয়ে বাধা ছিল।তিনি ভিষন অবাক হন এই ভেবে, এত বড় প্রানী চাইলেই সে দড়ি ছিরে পালাতে পারে। কোন শিকল নেই, কোন খাচা নেই তবু অজানা কারনে হাতীটা তা করছে না।
অদুরে হাতীটার প্রশিক্ষক দাড়িয়ে ছিল,তিনি প্রশিক্ষকের নিকট বিষয়টি বলেন।প্রশিক্ষক মৃদু হেসে বলেন, ও এই কথা! তিনি বলেন হাতীটার যখন বয়স কম ছিল আকারও এখনকার চেয়ে অনেক ছোট ছিল তখনও হাতীটাকে এমনই একটা ছোট দড়ি দিয়ে বাধা থাকত, তখন ওটাকে আটকাবার জন্য ঔ দড়িটাই যথেষ্ট ছিল,ওটা পালাতে পারত না।কিন্ত এখন বড় হলেও হাতীটা ভাবে দড়িটা ছিরে সে পালাতে পারবে না, তাই সে চেষ্টাও করে না।
ভদ্রলোক অবাক হন, আর ভাবেন আমরা কত মানুষ নিজেদের ভুল ধারনার কারনে নিজের সামর্থটাই বুঝতে পারি না।
অদুরে হাতীটার প্রশিক্ষক দাড়িয়ে ছিল,তিনি প্রশিক্ষকের নিকট বিষয়টি বলেন।প্রশিক্ষক মৃদু হেসে বলেন, ও এই কথা! তিনি বলেন হাতীটার যখন বয়স কম ছিল আকারও এখনকার চেয়ে অনেক ছোট ছিল তখনও হাতীটাকে এমনই একটা ছোট দড়ি দিয়ে বাধা থাকত, তখন ওটাকে আটকাবার জন্য ঔ দড়িটাই যথেষ্ট ছিল,ওটা পালাতে পারত না।কিন্ত এখন বড় হলেও হাতীটা ভাবে দড়িটা ছিরে সে পালাতে পারবে না, তাই সে চেষ্টাও করে না।
ভদ্রলোক অবাক হন, আর ভাবেন আমরা কত মানুষ নিজেদের ভুল ধারনার কারনে নিজের সামর্থটাই বুঝতে পারি না।
Comments
Post a Comment