প্রশ্ন করতে কখন কি আর কখন কী ব্যবহার করবেন ?
প্রশ্ন করার জন্য আমারা প্রায়ই কি শব্দটি ব্যবহার করে থাকি । কখনও কখনও আবার কী শব্দটির ব্যবহারও দেখি থাকি। তাহলে কখন কি আর কখন -কী ব্যবহার করব?
বাংলা একাডেমীর প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী সর্বনাম, বিশেষন , ক্রিয়া বিশেষন ও যোযোজক পদরুপে কী শবদটি ঈ - কার দিয়ে লেখা হবে।যেমন এটা কী বই ?, কী আর বলব ? কী বুদ্ধি নিয়ে এসছিলে? কী করে যাবে ? কী খেলে ? ইত্যাদি ।
কীভাবে , কীরুপে,কীরকম প্রভৃতি শব্দেও কী ঈ কার হবে।
যে সকল প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যা বা না দিয়ে দেয়া যায় সেখানে কি হ্রস্ব-ই কার হবে। যেমন তুমি কি যাবে? তুমি কি খেলবে? তুমি কি খেয়েছ ?
Comments
Post a Comment