প্রশ্ন করতে কখন কি আর কখন কী ব্যবহার করবেন ?

প্রশ্ন করার জন্য আমারা প্রায়ই  কি শব্দটি ব্যবহার করে থাকি । কখনও কখনও আবার কী শব্দটির ব্যবহারও দেখি থাকি। তাহলে কখন     কি     আর কখন -কী ব্যবহার করব?

বাংলা একাডেমীর প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী সর্বনাম, বিশেষন , ক্রিয়া বিশেষন ও যোযোজক পদরুপে কী  শবদটি ঈ - কার দিয়ে লেখা হবে।যেমন এটা কী বই ?, কী আর বলব ? কী বুদ্ধি নিয়ে এসছিলে?  কী করে যাবে ? কী খেলে ?  ইত্যাদি ।
কীভাবে , কীরুপে,কীরকম প্রভৃতি শব্দেও কী  ঈ কার হবে।
 
যে সকল প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যা বা না দিয়ে দেয়া যায় সেখানে কি হ্রস্ব-ই কার হবে। যেমন তুমি কি যাবে? তুমি কি  খেলবে? তুমি কি খেয়েছ ?

Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে