সরকারি কর্মচারিদের নামে বরাদ্দকৃত বাসা সাবলেট দেওয়ার শর্তাবলি ( এস আর ৩১৪)

নিম্নলিখিত শর্তে একজন সরকারি কর্মচারি তাহার নামে বরাদ্দকৃত বাসা সাবলেট দিতে পারেন

১। উপযুক্ত কর্তৃপক্ষ কতৃক ইজারাদারের অনুমতি থাকতে হবে।
২।উপ রায়তি স্বত্ব সরকার কর্তৃক স্বীকৃত হবে না
৩।ভাড়ার জন্য ও ব্যবহার জনিত কারনে ভবনের কোর ক্ষতি হলে ইজারাদাতা ব্যক্তিগতভাবে দায়ি থাকবেন।
৪। যে পদের জন্য বাসা বরাদ্দ দেওয়া হয়েছে, যে তারিখ হতে  ইজারাদাতা সে পদে থাকবেন না, সে তারিখ হতে উপ রায়তি স্বত্ব বাতিল বলে গন্য হবে।
৫। ইজারাদার কর্তৃক প্রদত্ত ভাগা ইজারাদাতা কর্তৃক সরকারকে প্রদত্ত ভাড়ার অধিক হবে না।
৬। সাবলেট না দিলে ইজারাদার কর্তৃক সরকারকে প্রদত্ত ভাড়া যদি বাসাটি সরাসরি সরকার কর্তৃক তাহাকে বরাদ্দ করা হত তবে ইজারাদার কর্তৃক প্রদ্ত্ত ভাড়া এই দুইয়ের মধ্যে যা অধিক

Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে