Gmail এ Cc ও BCc কী ?



বর্তমান বিশ্বে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের  একটি ইমেইল একাউন্ট নেই এমন কাউকে খুজে পাওয়া কঠিন। আর বর্তমানে অফিস আদালতে তো সকল চিঠিপত্র  আদেশ নির্দেশ সকল কিছুই   ইমেইলের মাধ্যমে পাঠান হয় । যাদের একটি  Gmail Account আছে তারা সকলেই হয়ত খেয়াল করে থাকবেন যখন কোন  mail পাঠান হয় তখন যার কাছে  mail পাঠান হবে তার ঠিকানা লেখার জন্য  To নামে একটি ঘর আছে আর এর ঠিক নিচে  Cc ও   BCc নামে আর দুটো ঘর আছে । এটার কাজ কী ?  Cc এর পুরোটা হলো   Carbon Copy ।  আপনি যখন কোন  mail কাউকে পাঠান তখন অপর কারো কাছে এর একটি কপি পাঠাতে চান,  যেটা যিনি মুল প্রাপক  জানতে পারবেন, তবে এই  Cc তে দ্বীতিয় প্রাপকের ঠিকানা লিখে দিন । উভয়ের কাছে আপনার  mail চলে যাবে। মুল প্রাপক জানতে পারবেন আপনি তাকে ছাড়াও আর কার কার কাছে আপনার  mail পাঠিয়েছ্ন।  আর যদি আপনি এমন কোন mail পাঠাতে চান যা মুল প্রাপককে জানাতে দিতে চান না আপনি আর কার কাছে  mail টি পাঠিয়েছেন তবে BCc ব্যবহার করেন । এখানে দ্বীতিয় প্রাপকের   Mail Address  লিখে সেন্ড করুন।  মুল প্রাপক জানতে পারবেন না আপনি কাকে কাকে  mail পাঠালেন।  BCc  এর পুরোটা হলো  Blind  Carbon Copy। মুলত  mail এর গোপনীয়তা রক্ষার জন্য  BCc ব্যবহার করা হয়। একাধিক ব্যাক্তির কাছে  mail  পাঠাতে চাইলে শুধুমাত্র  Mail Address এর মাঝে একটি করে (,) কমা চিহ্ণ দিয়ে লিখে দেবেন।



Comments

  1. সুন্দর পোষ্ট, ধন্যবাদ আপনাকে, অনেক তথ্য সমৃদ্ধ আপনার লেখা ।

    আপনি কি জানেন, ইমেল মার্কেটিং এর জন্য ১৫,০০,০০০ (পনেরো লক্ষ) ইউ,এস,এ ইমেল লিষ্ট মাত্র ৯৯৯/= টাকা !!!

    ‌আর এ জন্য অনেকে আছেন যারা বিভিন্ন ভাবে ইমেল সংগ্রহ করে থাকেন । যারা ইমেল লিষ্ট ক্রয় করেন, তারাত্ত বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলার সম্মুখিন হয়ে থাকেন । বাংলাদেশে এই প্রথম "" হাবিব আই.টি "" কম্পিউটার ল্যাব থেকে এই সুবিধা দেয়া হচ্ছে । ১৫,০০,০০০ (পনেরো লক্ষ) ইউ, এস, এ ইমেল লিষ্ট মাত্র ৯৯৯/= টাকা । তবে আলোচনা সাপেক্ষে দাম কম/বেশি করা হবে ইনশা-আল্লাহ্ ।

    হাবিব আই.টি "" কম্পিউটার ল্যাব এর ইমেল ডাটা বেজে প্রায় ১০০ টি দেশের ৩,৫০,০০,০০০ (তিন কোটি পন্চাশ লক্ষ) ইমেল লিষ্ট সংগ্রহ করা আছে এবং আরত্ত সংগ্রহ কাজ চলছে । যারা আগ্রহী তারা ক্রয় করতে পারেন । না কিনলেত্ত শুধু মাত্র যোগাযোগ করলেই পাবেন সম্মানী হিসাবে ১,০০০ (এক হাজার) ইমেল লিষ্ট একদম বিনামূল‌্যে। লাইফ টাইম সাপোর্ট দেয়া হবে ইনশা-আল্লাহ্ ।
    01793699638

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে