Inspect Element ব্যবহার করে আপনার ভুলে যাওয়া password টি উদ্ধার করুন।

ফেসবুব বা ইমেইল ব্যবহার করেন না এমন মানুষ বোধহয় এখন খুজে পাওয়া যাবে না। কিন্ত অনেক সময় এমন হয় যে আমারা আমদের একাউন্টে লগ ইনের জন্য প্রয়োজনীয়  পাস ওয়ার্ডটি ভুলে যাই। এর কারন হতে পারে যখন
আপেনি আপনার ব্যক্তিগত ল্যাপটপ বা কম্পিউটার হতে লগ ইন করেন তখন হয়ত আর লগ আউট করেন না। Keep Sign In/Stay sign In বক্সে   cheak Mark থাকার কারনে  প্রতিবার আপনি শুধুমাত্র Log In বাটনে ক্লিক করার মাধ্যমেই প্রবেশ করতে পারেন। যার কারনে আপনাকে পাস ওয়ার্ড টাইপ করতে হয় না বলে আপনি ভুলে যেতে পারেন।Log Out না করার কারনে  আপনি যতবার আপনার ইমেইলে বা ফেসবুকে Log In জন্য আপনার ব্রাউজার হতে আপনার একাউন্টে প্রবেশের জন্য ইন্টারনেটে প্রবেশ করছেন তখন আপনার একাউন্ট নাম ও পাস ওয়ার্ড বক্সে *  বা . চিহ্ন সম্বলিত পাসওয়ার্ড টি  দেখতে পান। যার কারনে আপনি শুধ Log In এ ক্লিক করে আপনার  একাউন্টে প্রবেশ করতে পারছেন । সমস্যা হলো যখন আপনি অন্য কোন কম্পিউটার হতে প্রবেশ করতে চাচ্ছেন তখন আপনাকে আপনার একাউন্ট নেম ও পাসওয়ার্ডটি  টাইপ করে দিতে হবে। কিন্ত দীর্ঘদিন ধরে লিখতে হচ্ছে না বলে আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন।তাহলে  কী করা যাবে।

আপনি আপনার ব্যাক্তিগত কম্পিউটার বা ল্যাপটপ অন করুন

১। ইন্টারনেট কানেকশন দিন
২। আপনার ইমেইল বা ফেসবুক একাউন্ট প্রবেশের জন্য ফায়ার ফক্স বা ক্রোম ব্রাউজার  এ এড্রেস লিখে প্রবেশ করুন। নিচের ছবির মত দেখতে পাবেন।
৩। পাসওয়ার্ড বক্সটির উপর মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটনে ক্লিক করুন  > পপ আপ মেনু হতে Inspect Element এ ক্লিক করুন।
৪।কিছু HTML কোড দেখতে পাবেন। এখানে একটি লাইন হাইলাইটেড অবস্থায় পাবেন।
৫। হাইলাইটেড লাইনের  type= "password" এর  password শব্দটি মুছে দিয়ে   text লিখে দিন।


৬। এবার আপনার একাউন্টের পাসওয়ার্ড বক্সে দেখুন আপনার পাসওয়ার্ড টি text ফরমেটে দেখাচ্ছে।

পাসওয়ার্ডটি লিখে রাখুন।

নোটঃ এ সুবিধাটি যারা ফায়ারফক্স বা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তা্রাই পাবেন। অন্য কোন ব্রাউজারে এ সুবিধাটি নেই।  আবার এর একটি খারাপ দিখ হলো এটি ব্যবহার করে আনার অগচরে আনার ব্যক্তিগত ল্যাপটপ ব্যবহার করে
আনার একাউন্ট টি হ্যাক হয়ে যেতে পারে। তাই সবসময় লগ আউট করাটা জরুরী। এবং আনার ব্যাক্তিগত কম্পিউটার কাউকে ব্যবহার করতে না দেয়াই ভালো্

Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে