পিডিএফ ( pdf) ফাইল হতে আপনার প্রয়োজনীয় অংশটুকু কেটে নিয়ে আপনার দরকারি পিডিএফ ( pdf) ফাইলটি তৈরি করে নিন।



আজকাল অফিস আদালত বা বিভিন্ন প্রতিষ্ঠানে অতি গুরুত্বপূর্ণ টেক্সট ফাইলগুলো পিডিএফ ( pdf)  ফরমেটে পাঠান হয় যাতে  এর টেক্সট অনাকাঙ্খিতভাবে কেউ এডিট করতে না পারে। যদিও আজকাল বেশ কিছু পিডিএফ( pdf)   এডিটর সফটওয়্যার পাওয়া যায় । এগুলো অধিকাংশই আপনার পিডিএফ( pdf)   ফাইলের একটি স্ন্যাপ শট নিয়ে তা ওয়ার্ড ফাইলে পেস্ট করে ।তাতে আসলে এর টেক্সট এডিট করা যায় না। কেউ কেউ এ প্রক্রিয়ায় পিডিএফ ফাইলে নির্দিষ্ট একটি অংশ প্রথমে ওয়ার্ড ফাইলে নিয়ে গিয়ে তারপর তা আবার পিডিএফ( pdf)   এ রুপান্তর করেন যা অত্যন্ত বিরক্তিকর ও সময় সাপেক্ষ। এ সমস্যার চমৎকার সমাধান হতে পারে পিডিএফ( pdf cutter)   কাটার নামে একটি  ছোট কিন্ত কার্যকর সফটওয়্যার।
এটা দিয়ে আপনি খুব সহজেই একটি বগ পিডিএফ ( pdf)   ফাইল হতে আপনার প্রয়োজনীয় অংশটুকু সরাসরি কেটে পিডিএফ ( pdf)   ফরমেটে সেভ করতে পারবেন। এটাতে যা করতে পারবেন…

১। একটি নির্দিষ্ট সীমার পৃষ্ঠা কেটে নিতে পারবেন । যেমন  ধরুন একটি ১০০ পৃষ্ঠার ফাইল হতে আপনার ২০ হতে ২৫ পৃষ্ঠা পর্যন্ত লাগবে। শুধুমাত্র আপনাকে Extract a range of pages এর ঘরে  start page    end page নির্ধারণ করে দিতে হবে।
২। ধরুন আপনার দরকার ২, ৫, ৬, ২০. ৪০ ..নম্বর  ইত্যাদি পৃষ্ঠা। হা আপনিও এটাও  করতে পারবেন খুব সহজেই। Extract multiple non contiguous pages এর ঘরে আপনার কাঙ্খিত পেজ নম্বর গুলো কমা দিয়ে দিয়ে লিখে দিতে হবে। যেমন – ২,৪,৬,৪০ .. ইত্যাদি।



পিডিএফ কাটার ডাউনলোড  

Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে