কিভাবে আপনার স্মার্ট মোবাইলে Screen Shot নেবেন।
আজকাল অনেক সময় আমাদের মোবাইলের স্ক্রিনে যা দেখি বা পড়ি তা সেভ করে রাখার প্রয়োজন পরে। ধরুন আপনি আপনার ফোনে ফেসবুকিং করছেন বা কোন ব্রাউজার দিয়ে ব্রাউজ করছেন সেখানে এমন কোন ফিচার দেখলেন যা আপনার সেভ করে রাখা প্রয়োজন। কিন্ত আপনি যে ব্রাউজার দিয়ে ব্রাউজ করছেন তা পাতাটিকে সেভ করে রাখার কোন সুবিধা দেয় না । আবার আপনি পুরো পাতাটিও সেভ করতে চান না , শুধুমাত্র স্ক্রিনের উপর যেটুকু দেখা যাচ্ছে সেটুকু রাখতে চান। বর্তমানে একাজটি অধিকাংশ এন্ড্রয়ড মোবাইলে খুব সহজেই করা যায়। সাধারনত যে সকল এন্ড্রয়ড মোবাইলের এন্ড্রয়ড ভার্সন ৪.০০ বা তার উপরে তারা এটি সাপোর্ট করে। কিছু কিছু ডিভাইসে তার আগের ভার্সনটিগুলোতেও সাপোর্ট করে। আপনার মোবাইলেও হয়ত এটা সাপোর্ট করে অথচ আমরা অনেকেই এটা জানি না।
যেভাবে স্ক্রিন শট নিতে হবে-
১। যে অংশের স্ক্রিনশট নিতে চান সেটা আপনার মোবাইলে ওপেন করেন। (পরীক্ষার জন্য হোম পেজ করে দেখতে পারেন )
২। একই সঙ্গে হোম বাটন ( Home )ও স্ক্রিন আউট ( Screen Lock )বাটন প্রেস করুন। মনে রাখতে হবে এই দুই বাটন একদম একসঙ্গে প্রেস করা চাই।
এবার দেখুন আপনার মোবাইলের স্ক্রীনে যা দেখছেন তা ফটো ইমেজে সেভ হয়ে গেছে।
Comments
Post a Comment