কিভাবে আপনার কম্পিউটার/ল্যাপটপে Screen Shot নেবেন।

অনেক সময় আমাদের কম্পিউটারেরস্কেীনে যা দেখি তার স্ক্রীনশট নেবার প্রয়োজন হয় । ধরুন আপনি একটি কম্পিউটার বিষয়ক টিউটোরিয়াল বানাতে চান । আপনি চাচ্ছেন  Ms Word এর কোন একটি বিশেষ ফিচার নিয়ে টিউটোরিয়াল বানাতে। এতে  Ms Word এর কোন ট্যাবে ক্লিক করলে কি হবে , এর স্টেপ বাই স্টেপ কিছু ছবি আপনার দরকার যাতে আপনার টিউটোরিয়ালটি সকলের কাছে বোধগম্য হয়। এর জন্য আপনি ইন্টারনেট ঘেটে বিভিন্ন সফটওয়্যার খুজে বেরাচ্ছেন , পাচ্ছেন না অথবা আপনার মনমত হচ্ছে না। অথচ আপনার হাতের কাছেই এর সমাধান রয়েছে।

 আপনাকে যা করতে হবে-

১। আপনি যে অংশের বা যার স্ক্রীনশট নিতে চান তা ওপেন করুন।

২। আপনার কিবোর্ডের prtScr SysRq বাটনে একবার প্রেস করুন। কোন কোন কিবোর্ডে   Print scr Sysq লেখা থাকে।

৩। Paint It সফটওয়্যারটি চালু করুন।

৪। এখানে দেখুন  Paste বাটন  active হয়ে আছে।  এখানে ক্লিক করুন ।

৫। আপানর পছন্দমত সাইজ করে  File> Save as ক্লিক করে যে ফরমেটে সেভ করতে চান সেভ করে নিন।

Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে