কীভাবে জানা যাবে এবারের S.S.C ও সমমানের পরীক্ষার ফলাফল
আগামী
১১ মে ২০১৬ ইং বেলা ২.০০ ঘটিকার সময় প্রকাশ করা হবে S.S.C ও সমমানের পরীক্ষার ফলাফলঅনেক আশা আর উদ্বেগ উৎকন্ঠা
নিয়ে অপেক্ষায় আছে দেশের কয়েক লক্ষ শিক্ষার্থী আর তাদের অভিভাবকগন এবারের পরীক্ষার
ফলাফল জানার জন্য । ফলাফল দিন আসলে এই উদ্বেগ যেন বেড়ে যায় কয়েক গুন । ফলাফল প্রকাশের
পর আর যেন তর সইতে চায় না। বর্তমান ডিজিটাল যুগে অনেক ভাবেই ফলাফল জানার সুযোগ রয়েছে।
মোবাইল এস,এম,এস ও অনলাইন উভয় প্রক্রিয়াতেই আজকাল ফলাফল জানা যায়, তবে বলে রাখা ভাল
ফলাফলের দিনটিতে এত অধিক সংখ্যক শিক্ষার্থী একসঙ্গে অনলাইনে লগ ইন বা মোবাইলে এস,এম,
এস এর মাধ্যমে ফলাফল জানার চেষ্টা করে যে উভয়
ক্ষেত্রেই সার্ভার জ্যাম থাকার কারনে ফলাফল পেতে কিছুটা সমস্যা হতে পারে। এটা সাময়িক
অসুবিধা, একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করুন । তিন মাস যখন অপেক্ষা করেছেন আর কিছুটা না
হয় করলেন।
চলুন
জানা যাক কিভাবে মোবাইলে এস, এম, এস মাধ্যমে ফলাফল জানা যাবে
প্রথমে আপনার মোবাইলের
ম্যাসেজ অপশনে যান> এরপর
SSC
লিখুন একটা স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিন
অক্ষর লিখুন, একটা স্পেস দিন, আপনার রোল নম্বরটি লিখুন, স্পেস দিন, 2016 লিখুন আর পাঠিয়ে
দিন 16222 নম্বরে।
সাধারন
বোর্ডের ক্ষেত্রে SSC <space> First three letters of your Board name <space> Roll no <space>2016
And send the message to 16222
উদাহরণ : SSC<Space>DHA<Space>123456<Space>2016
Send to 16222
মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে
Dakhil <space> MAD <space> Roll no <space>2016
উদাহরণ ঃ Dakhil<Space>MAD<Space>123456<Space>2016
Send to 16222
And send the message to 16222
কারিগড়ি বোর্ডের ক্ষেত্রে
SSC<space> TEC<space> Roll no <space>2016
And send the message to 16222
উদাহরণ ঃ SSC<Space>TEC<Space>123456<Space>2016
Send to 16222
অনলাইনে যেভাবে রেজাল্ট জানা যাবে
সকল বোর্ডের রেজাল্ট একসাথে দেখার জন্য http://www.educationboardresults.gov.bd/lite/index.php এই লিঙ্কটিতে প্রবেশ করুন। এরপর নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে
১। পরীক্ষার নাম সিলেক্ট করে দিন
২। পরীক্ষার বছর সিলেক্ট করে দিন
৩। বোর্ড সিলেক্ট করুন
৪। আপনার পরীক্ষার রোলটি লিখুন।
৫। ক্যাপচা প্রবেশ করান ( যেমন ৪+৮= ১২ )
৬। সাবমিট করুন।
এছাড়াও নিজ শিক্ষা বোর্ডের ওয়েব সাইড থেকেও রেজাল্ট জানা যাবে
ঢাকা বোর্ডের রেজাল্ট জানার জন্য : www.dhakaeducationboard.gov.bd
বরিশাল বোর্ডের রেজাল্ট জানার জন্য www.barisalboard.gov.bd
কুমিল্লা বোর্ডের রেজাল্ট জানার জন্য: www.comillaboard.gov.bd
রাজশাহী বোর্ডের রেজাল্ট জানার জন্য: www.rajshahieducationboard.gov.bd
চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট জানার জন্য: www.bise-ctg.gov.bd
যশোর বোর্ডের রেজাল্ট জানার জন্য: www.jessoreboard.gov.bd
সিলেট বোর্ডের রেজাল্ট জানার জন্য: www.sylhetboard.gov.bd
দিনাজপুর বোর্ডের রেজাল্ট জানার জন্য: www.dinajpureducationboard.gov.bd
কারিগড়ী বোর্ডের রেজাল্ট জানার জন্য: www.bteb.gov.bd
মাদ্রাসা বোর্ডের রেজাল্ট জানার জন্য: www.bmeb.gov.bd
এছাড়া যে সকল এলাকায় অনলাইন সুবিধা নেই সেখানে নিজ নিজ প্রতিষ্ঠান হতে রেজাল্ট জানা যাবে। এই ওয়েব http://alokitovuboon.blogspot.com/ সাইডটিতেও ফলাফল পাবার আশা রাখছি, সাথেই থাকুন।
Comments
Post a Comment