প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি রুটিনে একই সময় ভিন্ন ভিন্ন ক্লাস রাখা প্রসঙ্গে।

 প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি রুটিনে একই সময় একটি বিষয়ে ক্লাস রাখা হলে বিষয় ভিত্তিক দক্ষ শিক্ষক হতে শিক্ষার্থীরা বঞ্চিত হয়। এ সমস্যা দুর করতে একই সময়ে রুটিনে ভিন্ন ভিন্ন বিষয় ক্লাস রাখলে সকল শ্রেণির শিক্ষার্থীরা দক্ষ শিক্ষকের নিকট হতে  পাঠ পেয়ে উপকৃত হবে।


Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে