প্রশ্ন
ও মা! আমি হেসেই মরি,
দিন দুপুরে খাম খেয়ালী।
বইয়ের পাতায় লেখা আছে
সত্যের জয় সব সময়ে।
আমার কেমন হাসি পেলো
এসব আবার কবে হলো?
ও মা! আমি হেসেই মরি
শিক্ষা গুরুর কাব্য পড়ি।
পরনিন্দা করে যারা
মহাপাপে পরবে তারা।
লোকে তাকে মন্দ বলে
সঙ্গ হতে দুরে চলে।
মিথ্যার উপর সত্যের জয়
আমার কিন্ত সন্দেহ হয়।
আচ্ছা মা! তাই যদি হয়,
চোখ কেন ভুল দেখায়?
সেদিন দেখি নেতার চেলা,
মঞ্চে উঠে ফাটায় গলা।
মিথ্যা মিথ্যা কথা বলে,
মঞ্চ মাতায় কথার ছলে।
সবাই মিলে তালি লাগায়
সুর মিলিয়ে ঘারটি নাড়ায়।
আবার শুনি চেলার নেতা,
সেসব নাকি অনেক কথা।
ক্যাসিনোতে টাকা খাটায়,
লক্ষ কোটি টাকা কামায়।
আমোদ প্রমোদ ফুর্তি করে,
সুন্দরী সমেত গাড়িও চরে।
তবু কেন মা! সবাই মিলে,
সালাম ঠুকে দশে মিলে?
সবাই বলে তোর বাবাটা,
আস্ত এক মাথা মোটা।
বিদ্যে বুদ্ধি অনেক বেশি,
তবু নাকি বোকার মাসি।
এদিক সেদিক হাত নেরে
মাল কামাবে অনেক করে।
আচ্ছা মা, মাল কি বলো?
টাকাকেই কি মাল বলো?
বাবা নাকি ভীতুর ডিম,
কাজ করে যায় রাত্রি দিন।
লোকে বলে সৎ না ছাই
আসলে সে দু্র্বল তাই।
সেদিন দেখি রতন কাকা
টাকায় ঠাসা বাক্স আটা
কাকির হাতে দিলেন তুলে
কাকি হাসেন দাঁত কেলিয়ে।
এত টাকা কোথায় পেলো,
এ প্রশ্ন কোথায় গেলো?
কাকার ছেলে ভাব দেখিয়ে
বাইক হাকায় বান্ধবি নিয়ে।
আমি কেন মা গেঞ্জি পরে
চলব কেবল এক কাপড়ে?
বাবার চাকরি কাকুর বড়,
তবু কেন এমন কর?
তুমি কেন মা বাবার সাথে
ঝগড়া করো রুটিন মতে?
টাকাই যদি সবচেয়ে দামি
আমায় কেন ভুল শিখাবি?
ভালই যদি দুর্বল হবে
ভাল কেন হতে বলবে?
বাবা যদি ভালই হবে
আমরা কেন গরীব তবে?
ও মা! আমি হেসেই মরি,
মনিষীদের উক্তি পড়ি।
সত্যের নাকি হবে জয়,
সত্য প্রকাশে নেই ভয়।
সেদিন শুনি বাবুল কাকা,
নেতার রাজ্যে দিলেন টোকা।
সত্য সব দিলেন বলে,
শুনল সবাই দলে দলে।
সবাই কত বাহবা দিল,
বাঘের বাচ্চা উপাধি পেল।
আমায় বলল কাকার ছেলে,
এখন তিনি আছেন জেলে।
সত্যের আজ হয়েছে জয়,
আজ তাকেই হারামী কয়।
সত্য প্রকাশে করিও না ভয়
এই কথাটি আর নয়।
মিথ্যার আজ হয়েছে জয়
মিথ্যায় হবে সত্যের ক্ষয়।
ও মা আমি হেসেই মরি
গুরজনকে ভক্তি করি।
আমি যখন সালাম ঠুকাই
ওরা সবাই সিগারেট ফুকায়।
যখন তখন সবাই মিলে,
পারার মাঝে চক্কর মারে।
সবাই ওদের সমীহ করে
হাসিমুখে পথটি ছাড়ে।
পারার যত ভাল কাজে
সবাই শুধু তাদের খোজে
আমায় সবাই ভাল বলে
কথা কিন্ত ওদের শোনে।
কি দাম বলো এমন ভালোর
বস্তা পচা শিক্ষা গুলোর।
মিথ্যা যদি সত্য হবে
আমায় কেন ভুল শেখালে?
মিথ্যা যখন সত্য তবে
আমি কেন উল্টো পথে?
সরকার মো: রিয়াজুল ইসলাম
Comments
Post a Comment