গস্তানি



রহিম কাকু একটু থামো
কইব কথা দু দন্ড।

কি কথা কইবা মোরে?
যেতে হবে গঞ্জের ধারে।

জানি তুমি ব্যস্ত লোক,
প্রার্থনা করি মঙ্গল হোক।
শুনেছ তো সুলতানা কাকি,
মরেছে যে বাচ্চা রাখি।
খুরতে হবে একটি গোর,
শুয়াইয়া দিব কাকিরে মোর।

কি কইলি? কার গোর?
এত বড় স্পর্ধা তোর?
আমারে কি পাগল পাইলি,
মহাপাপের সমন দিলি।
অমন মেয়ের কবর খুরে,
দিব কি পাও পাপের ঘরে।
আমার বাপু সময় কম,
পথ ছার যাব ক্ষন।

থামো থামো বলো দেখি
করেছে কী মোর কাকি?

জানে জানে সবাই জানে,
পারার লোকে সবই দেখে।
ধর্ম কর্মর নাম বিকিয়ে,
ব্যবসা করেছে শরীর দিয়ে।
না না আমি পারব নাকো,
এসব কাজে কেন ডাকো?

কাকির যখন বর মলো,
সবার কত কষ্ট হলো
বাচ্চা গুলো ক্ষুধায় মরে,
কাকি আমার রাস্তায় ঘোরে।
কাকি তখন কাজ চাইল,
কজন তাকে কাজ দিল?
যারাও বা কাজ দিল,
সময় বুঝে সুযোগ নিল।
মিষ্টি মিষ্টি কথার ফাকে,
ইশারাতে কাছে ডাকে।
কাকি যখন বাধা দিল,
তখনই সে নষ্টা হলো।
সবাই যখন ওটাই চায়,
কাকীও তখন টাকা নেয়।
ব্যবসার তো এই নিয়ম
পন্যের যোগান চাহিদা মতন।
ফ্রী পাইলে মেয়েটি ভালো
পয়সা নিলেই নষ্টা বলো।
এখন যে বড় ধার্মিক হলি
তখন বাবা কোথায় ছিলি?

এসব আমি শুনব নাকো
অকারন কেন বকো?
তোর যদি এতই দরদ
দেখা দেখি তোর মুরদ।
গর্ত করে মাটি তুলে,
কাকিরে তোর দে ফেলে।
ঢং দেখে আর বাচি না,
পথ ছাড়! আর পারি না।

আমি যদি হিন্দু না হবো
তোমারে কেন এত কবো।
চলো না কাকু দয়া করো
মরা মানুষটার হিল্লা করো।
আর পারি না সইতে আমি
বাচ্চা গুলার চোখের পানি।

রাখ তো তোর কচলাকচলি,
অমন মেয়ের মুখে কালি।
ছি ছি কি লজ্জার কথা
সব বিকিয়ে ব্যবসা ফাদা।
এমন মেয়ের গোর খুরন,
ধর্মে আছে শক্ত বারন।
ছার তো বাপু এখন চলি
ফিরে এসে কথা বলি।

দাড়াও দাড়াও যাচ্ছ নাকি
কথা এখনও একটু বাকি।
সেবার যখন পারায় গেলে,
সেখানে কিন্ত আমায় পেলে।
ফুর্তি কিন্ত অনেক হলো,
এই দেখ! কেমন লজ্জা পেল।

তুই কি আবার এসব কথা,
বলবি নাকি যথা তথা?
জানিসই তো পারার মাঝে,
আমার একটা সন্মান আছে।
গোপনে নাহয় করছি ওটা
তাতে এমন দোষ কোথা।
এবার আমায় ছার তবে
নষ্টার নাকি গোর হবে।

নষ্টা তুমি কাকে বলো?
দেখবে যদি সাথে চলো।
আয়নার সামনে দারিয়ে যাও,
নষ্টাটাকে দেখে নাও।

কটমটিয়ে দাত খিচিয়ে
রহিম কাকু এগিয়ে চলে
চলার পথে উড়ায় ধুলো
সমাজের এই বেশ্যা গুলো।

সরকার মোঃ রিয়াজুল ইসলাম
২/১০/১৯












Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে