জেনা
সত্য বলি আজ ঘৃণিত আমি তোমারই অক্ষি পটে
মিথ্যা বলিলে বুকে টেনে নেও এমনই ভাগ্য বটে।
প্রেমের আগুনে ভাসলে বলো কামুক পুরুষ জাতি
কাগজে লিখিয়া না পারিলে বলো অক্ষম পুরুষ অতি।
কাগজে সহি না থাকলে, তা বৈধ হবে না যদি
মত না থাকিলেও এমন কর্ম বৈধ কেমনে বলি?
দুটি হৃদয়ের মিলনে যদি দেহের মিলন ঘটে
জেনার দায়ে শাস্তি তখন ভাগ্যে তার জোটে।
মতের অমতে বিবাহ যখন সভ্য সমাজে চলে
জেনা তখন জায়েজ রয়েছে বহু বছর ধরে।
মিথ্যা বলিলে বুকে টেনে নেও এমনই ভাগ্য বটে।
প্রেমের আগুনে ভাসলে বলো কামুক পুরুষ জাতি
কাগজে লিখিয়া না পারিলে বলো অক্ষম পুরুষ অতি।
কাগজে সহি না থাকলে, তা বৈধ হবে না যদি
মত না থাকিলেও এমন কর্ম বৈধ কেমনে বলি?
দুটি হৃদয়ের মিলনে যদি দেহের মিলন ঘটে
জেনার দায়ে শাস্তি তখন ভাগ্যে তার জোটে।
মতের অমতে বিবাহ যখন সভ্য সমাজে চলে
জেনা তখন জায়েজ রয়েছে বহু বছর ধরে।
Comments
Post a Comment