স্বপ্ন
এমনই করে কাটিয়া দিব আমার সকল তিথি
একাকি বিহনে গাহিবো গোপনে তোমারই স্বপ্ন গীতি।
পুব আকাশে সূর্য উঠিবে আসিবে নতুন ভোর
তুমি বিনে সখি মোর দিনমান একাকী বদ্ধ গোর।
দুর করি লাজ এসো মোর প্রিয়া চুম দিই ঐ ঠোটে
স্বপ্ন গুলো স্বপ্ন রবে সুখ নাহি মোর জোটে।
একাকি বিহনে গাহিবো গোপনে তোমারই স্বপ্ন গীতি।
পুব আকাশে সূর্য উঠিবে আসিবে নতুন ভোর
তুমি বিনে সখি মোর দিনমান একাকী বদ্ধ গোর।
দুর করি লাজ এসো মোর প্রিয়া চুম দিই ঐ ঠোটে
স্বপ্ন গুলো স্বপ্ন রবে সুখ নাহি মোর জোটে।
Comments
Post a Comment