সোনামনি
তোমায় নিয়ে ভাসাবো আমি মন পবনের নাও,
সাত সমুদ্র দেব পাড়ি যদি তুমি চাও।
দিঘীর তাজা শাপলাগুলো দিব তোমার হাতে,
দুজনমিলে গাথবো মালা চন্দ্রালোকের রাতে।
ঢাউস ঢাউস শালুক তুলে ফাঠিয়ে দিব তাও
দুজন মিলে ঘুরবো মোরা সবুজ শ্যামল গাও।
মাঠের পরে ঘাসের মাঝে করব হুটোপাটি
সারাটি দিন খেলব মোরা করব ছুটোছুটি।
গাওয়ের মাঝে ঝিলের পারে ধরব কত মাছ
দুজন মিলে রাধব মোরা করব সকল কাজ।
আলের ধারে গাছের পারে বসব দুজন মিলে
ক্লান্ত হয়ে গাছের ছায়ায় ঘুমোবে মোর কোলে।
কল্প নাওয়ের মাঝি আমি সত্য নহে জানি
মন পিঞ্জরে রাখব তোমায় আমার সোনামনি।
সাত সমুদ্র দেব পাড়ি যদি তুমি চাও।
দিঘীর তাজা শাপলাগুলো দিব তোমার হাতে,
দুজনমিলে গাথবো মালা চন্দ্রালোকের রাতে।
ঢাউস ঢাউস শালুক তুলে ফাঠিয়ে দিব তাও
দুজন মিলে ঘুরবো মোরা সবুজ শ্যামল গাও।
মাঠের পরে ঘাসের মাঝে করব হুটোপাটি
সারাটি দিন খেলব মোরা করব ছুটোছুটি।
গাওয়ের মাঝে ঝিলের পারে ধরব কত মাছ
দুজন মিলে রাধব মোরা করব সকল কাজ।
আলের ধারে গাছের পারে বসব দুজন মিলে
ক্লান্ত হয়ে গাছের ছায়ায় ঘুমোবে মোর কোলে।
কল্প নাওয়ের মাঝি আমি সত্য নহে জানি
মন পিঞ্জরে রাখব তোমায় আমার সোনামনি।
Comments
Post a Comment