গোলাপ
কণ্টকাকীর্ণ কান্ডে বসে,
একটি গোলাপ।
ব্যাথাতুর মনে ঘৃনাভরা চোখে,
করিছে বিলাপ।
এত রুপ যদি দিয়াছ মোরে,
তবু কেন হায়,
নগন্য এক শ্রীহীন শাখে,
দিয়েছ যে ঠাই।
লাজে মরি মরি,
কহিতে না পারি,
গোপন কথা গুলি।
যদি তারে পারি,
দিয়ে সাথে আড়ি,
মনের ব্যাথা ভুলি।
কান্ড বসে ভাবে,
মনে মনে হাসে,
সখি আজ মোর পাশে।
নিজেকে ছোট করি,
উচ্চে তুলিয়া ধরি,
আমি আজ রই গরবিনী।
তুমি আজ পরী
শুধা পান করি,
আমারি শ্রীহীন শাখের।
আমি যদি মরি
তুমি যাবে ঝরি
থাকে কি বল রুপের।
তুমি যাবে ঝোরে
মোর প্রান রসে
ফুটিবে নতুন করে।
০৬/১০/১৯
একটি গোলাপ।
ব্যাথাতুর মনে ঘৃনাভরা চোখে,
করিছে বিলাপ।
এত রুপ যদি দিয়াছ মোরে,
তবু কেন হায়,
নগন্য এক শ্রীহীন শাখে,
দিয়েছ যে ঠাই।
লাজে মরি মরি,
কহিতে না পারি,
গোপন কথা গুলি।
যদি তারে পারি,
দিয়ে সাথে আড়ি,
মনের ব্যাথা ভুলি।
কান্ড বসে ভাবে,
মনে মনে হাসে,
সখি আজ মোর পাশে।
নিজেকে ছোট করি,
উচ্চে তুলিয়া ধরি,
আমি আজ রই গরবিনী।
তুমি আজ পরী
শুধা পান করি,
আমারি শ্রীহীন শাখের।
আমি যদি মরি
তুমি যাবে ঝরি
থাকে কি বল রুপের।
তুমি যাবে ঝোরে
মোর প্রান রসে
ফুটিবে নতুন করে।
০৬/১০/১৯
Comments
Post a Comment