চোর
ধর ধর ধর! পালাতে না পারে, আজ নাহি কোন ছাড়,
মোর বাগানে চুরি করা? ব্যাটা চোর, নচ্ছার।
টানিয়া আন, বাধ ব্যাটাকে দড়ি গোছা যেন কই
পাড়ার লোকেরা করে গোল, বারে হই চই।
রোজ রোজ চুরি করা, আজিকে পেয়েছি তোকে,
উচিৎ শিক্ষা দেব তোকে আজ, দেখবে পাড়ার লোকে।
হুজুর ঘাট মানছি, ছাড়ি দেন মোরে, করেছি মহাপাপ,
আপনি দয়ালু, আপনি আমার পুজনীয় মা বাপ।
কত শত লোকে রোজ চুরি করে দেখিছে কে কবে?
আমি তো শুধু আম চুরি করেছি তাইতে বাধিতে হবে?
দেখেছিস! স্পর্ধা কত? জ্ঞান দিস তুই মোরে?
লাঠি আন দেখি, ধর ব্যাটাকে, পিটাইবো আচ্ছা করে।
বাবুর উৎসাহে উৎসাহ পায় পাড়ার জোয়ান বুড়ো,
মহা আনন্দে চোরকে মারে সকল ছেলে খুরো।
ও মা গো, ছাড়ি দেন মোরে, পেয়েছি বড় শিক্ষা,
এবারেরে মত মাফ করি দেন চাই প্রান ভিক্ষা।
পানি পানি পানি, পিপাসায় মোর গলা বুক যায় ফেটে,
মাফ করে দেন, মরি যাব গো, পানি দেন মোর ঠোটে।
কাকুতি শুনিয়া হাসিয়া মরে পাড়ার ছেলে ছোকরা
নাটক করছে, বাবু কহে, এ সালার নতুন নখরা।
কিছুক্ষন পর নীথর দেহটি পড়ে রয় স্থির,
অবস্থা বুঝে সটকে পরে পাড়ার সকল বীর।
খবর শুনিয়া ছুটে এলো থানার বড় কর্তা,,
কোন ব্যাটাকেই ছারিবে নাকো, হোক হর্তা কর্তা।
পাড়ার বাবু মিলালো হাত থানার বাবুর সনে,
ফিস,ফিস,করে কি যেন কথা,কহিল বাবুর কানে।
দুজনে মিলে ঢুকল গিয়ে বাবুর ঘরের কোনে,
মুখে হাসি নিয়ে বাহিরে এল পাড়ার বাবুর সনে।
থানার,বাবু হাসিয়া,কহিল, ঘটনা তো সব বুঝলাম,
ডাকাতি করতে আসিয়া ডাকাত জীবন করিল দান।
পালাতে গিয়ে পিছলে পরে পাকা উঠান পারে,
মাথা ফাটিয়া পটল তুলে, ঘটনা এমনই বটে।
সায়,দিল পাড়ার লোকে, ঘটনা এমনই জানি,
ঘস ঘস ঘস বাবু লিখিলেন সত্য সকল বানী।
ঘরের কোনে রোজ চুরি করে যারা, সাধু তারা অতিশয়,
ক্ষুধার জ্বালায় চুরি করে যারা,চোর তারা নিশ্চয়।
চোরের লাশটি অবহেলায় রয় মেখে ধূলি রক্ত,
হত্যার দায় চুরি করে যারা সকলে তারই ভক্ত।
সরকার মো: রিয়াজুল ইসলাম
২৯/১২/১৯ খ্রি:
মোর বাগানে চুরি করা? ব্যাটা চোর, নচ্ছার।
টানিয়া আন, বাধ ব্যাটাকে দড়ি গোছা যেন কই
পাড়ার লোকেরা করে গোল, বারে হই চই।
রোজ রোজ চুরি করা, আজিকে পেয়েছি তোকে,
উচিৎ শিক্ষা দেব তোকে আজ, দেখবে পাড়ার লোকে।
হুজুর ঘাট মানছি, ছাড়ি দেন মোরে, করেছি মহাপাপ,
আপনি দয়ালু, আপনি আমার পুজনীয় মা বাপ।
কত শত লোকে রোজ চুরি করে দেখিছে কে কবে?
আমি তো শুধু আম চুরি করেছি তাইতে বাধিতে হবে?
দেখেছিস! স্পর্ধা কত? জ্ঞান দিস তুই মোরে?
লাঠি আন দেখি, ধর ব্যাটাকে, পিটাইবো আচ্ছা করে।
বাবুর উৎসাহে উৎসাহ পায় পাড়ার জোয়ান বুড়ো,
মহা আনন্দে চোরকে মারে সকল ছেলে খুরো।
ও মা গো, ছাড়ি দেন মোরে, পেয়েছি বড় শিক্ষা,
এবারেরে মত মাফ করি দেন চাই প্রান ভিক্ষা।
পানি পানি পানি, পিপাসায় মোর গলা বুক যায় ফেটে,
মাফ করে দেন, মরি যাব গো, পানি দেন মোর ঠোটে।
কাকুতি শুনিয়া হাসিয়া মরে পাড়ার ছেলে ছোকরা
নাটক করছে, বাবু কহে, এ সালার নতুন নখরা।
কিছুক্ষন পর নীথর দেহটি পড়ে রয় স্থির,
অবস্থা বুঝে সটকে পরে পাড়ার সকল বীর।
খবর শুনিয়া ছুটে এলো থানার বড় কর্তা,,
কোন ব্যাটাকেই ছারিবে নাকো, হোক হর্তা কর্তা।
পাড়ার বাবু মিলালো হাত থানার বাবুর সনে,
ফিস,ফিস,করে কি যেন কথা,কহিল বাবুর কানে।
দুজনে মিলে ঢুকল গিয়ে বাবুর ঘরের কোনে,
মুখে হাসি নিয়ে বাহিরে এল পাড়ার বাবুর সনে।
থানার,বাবু হাসিয়া,কহিল, ঘটনা তো সব বুঝলাম,
ডাকাতি করতে আসিয়া ডাকাত জীবন করিল দান।
পালাতে গিয়ে পিছলে পরে পাকা উঠান পারে,
মাথা ফাটিয়া পটল তুলে, ঘটনা এমনই বটে।
সায়,দিল পাড়ার লোকে, ঘটনা এমনই জানি,
ঘস ঘস ঘস বাবু লিখিলেন সত্য সকল বানী।
ঘরের কোনে রোজ চুরি করে যারা, সাধু তারা অতিশয়,
ক্ষুধার জ্বালায় চুরি করে যারা,চোর তারা নিশ্চয়।
চোরের লাশটি অবহেলায় রয় মেখে ধূলি রক্ত,
হত্যার দায় চুরি করে যারা সকলে তারই ভক্ত।
সরকার মো: রিয়াজুল ইসলাম
২৯/১২/১৯ খ্রি:
Comments
Post a Comment