বাবা


আমার বাবা বড্ড বোকা মিথ্যা কথা কয়
মিথ্যা বলা মহাপাপ মানতে নাহি চায়।
খাবার সময় আমার পাতে বড় মাছটি দেয়
মাছে নাকি বড্ড গন্ধ খেতে নাহি চায়।
রাতের বেলা পড়ার সময় আমার পাশে রয়
ক্লান্ত দেহে ঘুম ঘুম চোখে মিথ্যা চেয়ে রয়।
বাবার দিকে তাকালে তবে হাসিমাখা ঠোটে বলে,
ঘুম নাই চোখে, ঘুম এলেই ঘুমুতে যাবে চোলে।
বাবার সাথে বাইরে কখনও ঘুরতে বেরুলে পরে
গাড়ি ঘোড়া সব ঝেটিয়ে দিয়ে আমায় আকরে ধরে।
রাস্তার ধারে খাবার দোকানে খেতে গেলে দুজন মিলে
আমায় বাবা অনেক খাওয়ায় নিজে নাহি মুখে তোলে।
একটু আগে অনেক খেয়েছি পেটটি আছে ভরা,
মিছামিছি বুঝ দেয় মোরে পরিতে চাহে না ধরা।
আমার জন্য কাপড় কিনতে পোশাকের দোকান গেলে
আমার জন্য দুটো দেবে বাবা নিজের কথা ভুলে।
স্মিত হেসে সত্য লুকিয়ে আমার বাবাটি বলে
আমার বাপু ঢের আছে এখন তবে যাই চলে।
বাবার শীর্ন দেহের পানে তাকিয়ে দেখিতে পাই
শত ছিদ্র জামাটি মোরে করিছে হায় হায়।
আমার সামান্য সর্দি জ্বরে বাবার চোখটি ঝরে
তাহার অমন কঠিন ব্যামোও কাবু নাহি করিতে পারে।
আমায় বলে ভয় কি বাবু ডাক্তার দেখাবো তোরে
নিজেকে রেখে বাবাটি আমার আমায় সুস্থ করে।
দিনে দিনে আমার বাবা বিছানায় গেল পরে
মৃত্যু কালেও বাবা আমার মিথ্যা কথাই বলে।
ছলছল চোখে কাছে ডেকে নিয়ে হাতটি আমার ধরে
আমি তো বাবা ভাল আছি ওরে, মিথ্যে আমায় বলে।
সেদিন বাবা চলে গেল সব মায়ার বন্ধন ছাড়ি
মিথ্যুক বাবা ভাল থাক তুমি এই কামনা করি।
মিথ্যা বলে খুশি করো যদি নাহি হবে মহাপাপ
সত্য বলে কষ্ট দিয়ে নাহি করি পরিতাপ।

সরকার মোঃ রিয়াজুল ইসলাম
০২/০১/২০২০

Comments

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে