করোনা চলে গেলে যা ফিরে আসবে
বিশ্বজুরে করোনার আতংকে সবাই এখন এর বিদায়ের প্রহর গুনছে।কিন্তু করোনা গেলে যা আবারও ফিরে আসবে
১। শারীরিক অক্ষম আর বৃদ্ধ বয়সে একাকী জীবন পার করা মানুষের একাকিত্ব করোনার বিদায়ে আবারও ফিরে আসবে। ইচ্ছায় আর অনিচ্ছায় যাই হোক মাত্র ১৪ দিন বাড়িতে থাকতে পারছিনা বলা আদিখ্যেতা দেখানো মানুষগুলো এ সময়টা অন্তত কাছে আছে।
২। নাস্তিকতা ভুলে কিছুটা আস্তিক হওয়া মানুষগুলো আবারও আগের ফর্মে ফিরে যাবে।
৩।ভেদাভেদ ভুলে এক কাতারে এসে দাড়ান রাজনৈতিক দলগুোলো আবারও কাদা ছুড়াছুড়ির রাজনীতিতে জরিয়ে পড়বে।
৪। অকারন জনসমাগম বা রাস্তায় ভীর না করা মানুষগুলো আবারও ভীর করবে।
৫। বর্তমানে মুখে মাস্ক থাকায় যখন তখন যেখানে সেখানে থুথু বা পানের পিক না ফেলতে পারার সুন্দর বিষয়টি দুর হয়ে যখন তখন অয়াক থু করে পিক বা থুতু ফেলবে।
৬। রাস্তাঘাটে মানুষ কম থাকার কারনে বায়ুদুষনের মাত্রা,যে কমে গেছে তা আবারও বেড়ে যাবে।
৭।
Comments
Post a Comment