কিভাবে ফেসবুকে 360° ছবি আপলোড করবেন।



আজকাল ফেসবুক ব্যবহার করেন আর সুন্দর সুন্দর ছবি পোস্ট করতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর ছবিটা যদি হয় 360° তাহলে তো কথাই নেই। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না কিভাবে এই 360° ছবি ফেসবুকে পোস্ট করতে হয়। আসুন জেনে নেই কিভাবে এটি করতে হয়। খুব কঠিন কিছু নয় বরং খুবই সহজ। তবে দুঃখের বিষয় সব সেট কিন্তু এটি সাপোর্ট করে না। আমার জানামতে স্যামসাং গ্যালাক্সি এবং আই আইফোন ফেসবুকের এই অপশনটি সাপোর্ট করে। অন্য ফোনেও করতে পারে আপনারা ট্রাই করে দেখবেন।
এবার তাহলে জানা যাক কিভাবে এটি করব। থ্রি সিক্সটি ডিগ্রি ফটো কী তা বোঝার সুবিধার্থে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।



 ১।প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের ক্যামেরা টি ওপেন করুন। ক্যামেরা নিচের দিকে যেখানে Photo, Vedio ইত্যাদি লেখা আছে সেটা ড্রাগ করে করে Panaroma তে সেট করুন।



২। মোবাইলটি Potrait মোডে মানে লম্বালম্বিভাবে ধরুন।

৩। ক্যামেরার শাটার বাটনটি চেপে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থেকে যেকোনো একটি ডিরেকশনে মোবাইলটি ঘুরিয়ে ঘুরিয়ে শুট করুন। অর্থাৎ হয় ডানে অথবা বামে যেকোনো একদিকে মোবাইলটি ঘোরাতে হবে। উভয় দিকে কিন্তু হবে না। আর আপনি স্থির থাকবেন শুধুমাত্র আপনার বডি ঘুরবে। তাহলে ভাল ফলাফল পাবেন।

৪। ফটোশুট কমপ্লিট হলে ক্যামেরা হতে বের হয়ে এসে ফেসবুক ওপেন করুন।

৫। ইতোপূর্বে যেভাবে ছবি আপলোড করেছেন সেভাবেই ছবিটি আপলোড করেন। অর্থাৎ হোয়াটস ইওর মাইন্ড ওখানে টাচ করে ফটো অপশনে গিয়ে ফটো আপলোড করুন।



ব্যস আপনার কাজ শেষ কর উপভোগ করুন 360° ফটো। আপনার ক্যামেরা তে প্যানারোমা অপশন না থাকলে আপনি গুগল প্লে স্টোর হতে নামিয়ে নিতে পারবেন।
কি বলেছিলাম না খুব সহজ?এখন মনে হচ্ছে কেন এই সামান্য জিনিসটা এতদিন জানতাম না, তাই না?

মনে রাখতে হবে ফেসবুকে পোস্ট ছাড়া ৩৬০ ডিগ্রী এফেক্ট কিন্ত দেখা যাবে না। অর্থাৎ গ্যালারীতে এটি বুঝতে পারবেন না।



Comments

  1. আপনাকে অসঙ্খ ধন্যবাদ ভাই অনেক গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করেছেন

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে