স্পিচ রিকগনিশন টেকনোলজি ব্যবহার করে মুখেমুখে বাংলা বা ইংরেজী টাইপ করুন এবং লিখে ফেলুন আপনার মনের কথা ফেসবুক বা আপনার ব্লগে।
আপনি আপনার বন্ধুকে এখন একটি টেক্সট ম্যাসেজ করতে চান। বা বড় কোনো আর্টিকেল লিখতে চান। কিন্তু বাংলা টাইপ করতে গিয়ে আপনি সমস্যায় পড়ছেন। আকার ওকার খুঁজে পেতে সমস্যা হয় এবং সময়ও লাগে অনেক। এতটা সময় আপনার হাতে নেই। সমস্যা নেই। আপনি আপনার কথাগুলো মুখে মুখে বলছেন আর আপনার মোবাইল সেটি টাইপ করে ফেলছে। কি অদ্ভুত শোনালো তাই না? এগুলো এখন আর কোন কল্পনা নয়।এসবই এখন বাস্তব। পাঠক নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন আমি স্পিচ রিকগনিশন টেকনোলজির কথা বলছি।এখন খুব সহজেই আপনি বাংলা বা ইংরেজি টাইপ মুখেমুখে করতে পারেন।এক্ষেত্রে আপনার শুধু লাগবে একটা ভালো স্মার্ট ফোন, বাংলা টাইপের জন্য রিদমিক কিবোর্ড নামের সফটওয়্যার যা খুব সহজে এবং বিনামূল্যে প্লে স্টোরে পেয়ে যাবেন। আর ইন্টারনেট কানেকশন।
যা করতে হবে
১। যদি আপনার মোবাইলে ঋদ্মিক সফটওয়্যার টি না থাকে তাহলে সেটি Play store থেকে নামিয়ে ইন্সটল করে নিন। ইন্সটল করার পদ্ধতি এই লেখাটির শেষে পাবেন।
২। কাউকে কোন মেসেজ বা চ্যাটিং করার সময় যে অপশনে গিয়ে আপনি টাইপ করেন সেখানে টাচ করুন। নিচের ছবির মত একটি কিবোর্ড ওপেন হবে।
৩। কিবোর্ড এর ডানপাশে যে মাইক্রোফোনের আইকোন দেখছেন ওখানে চাপ দিন।
৪।মাইক্রোফোনটি যখন নিচের ছবির মতো হলুদ রং ধারণ করবে এবং টুং করে একটা শব্দ হবে সাথে সাথেই কথা বলা শুরু করুন। একটু অপেক্ষা করুন দেখবেন আপনার লেখা টি চলে এসেছে। সেন্ড করুন বা সেভ করুন। তবে পাঠক অবশ্যই মনে রাখতে হবে আপনি যখন কথা বলবেন তখন তা স্পষ্ট উচ্চারণে হতে হবে এবং কথাগুলো যেন একটু ধীরে হয়। যেহেতু এটা গুগলকে ব্যবহার করে টাইপ করে তাই আপনি যদি আঞ্চলিক ভাষা ব্যবহার করেন তাহলে বাংলা টাইপ নাও হতে পারে। বরং সে ক্ষেত্রে একটা উদ্ভট ভাষা পেতে পারেন। শুদ্ধ করে বলার পরেও অনেক সময় গুগল ভুল টাইপ করতে পারে কাজেই টাইপ করার পর অবশ্যই একবার দেখে নেবেন। মনে রাখতে হবে দাড়ি কমা কিন্তু আপনি মুখে বলে দিতে পারবেন না এটা আপনাকে হাতেই দিয়ে দিতে হবে। এটা রিদমিক কি বোর্ডের ক্ষেত্রে।আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার সেটটি যদি অনেক পুরাতন মডেলের হয় তাহলে কিন্তু এই সুবিধাটি আপনি পাবেন না।
৫। বাংলা টাইপ করার ক্ষেত্রে আপনাকে কিবোর্ডটি কিন্তু অবশ্যই নিচের ছবির মত প্রভাত বা অভ্রতে রাখতে হবে। তবে প্রভাতে রাখলেই ভালো ফলাফল পাওয়া যায়। কিবোর্ডটি প্রভাত বা অভ্রতে সেট করার জন্য স্পেস বারের উপর আঙুল চেপে ধরে ডান বা বামে টান দিন। যারা ইংরেজি দিয়ে বাংলা লেখেন তারা এই সুবিধাটা কিন্তু ঋদ্মিক কিবোর্ডেও পাবেন।
৬।আপনি যদি ঋদ্মিক কিবোর্ড ব্যবহার না করে অর্থাৎ আপনার মোবাইলে ডিফল্ট আকারে যে কিবোর্ড টা দেওয়া আছে সেটি ব্যবহার করেন তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।
৭।আগের মতোই মাইক্রোফোনের আইকনের উপর চাপ দিন এবং কথা বলতে শুরু করুন। তবে এক্ষেত্রে কিন্তু বাংলায় টাইপ করতে পারবেন না। এটাতে শুধু ইংরেজী টাইপ করা যাবে বা ইংরেজি অক্ষরে বাংলা লেখা লিখতে পারবেন। তবে ফলাফল সন্তোষজনক নাও হতে পারে।
কীভাবে ঋদ্মিক কিবোর্ড সেট আপ দিবেন?
১। গুগল প্লে স্টোরে গিয়ে রিদ্মিক কীবোর্ড লিখে সার্চ দিন।
২।ইনস্টল বাটনে চাপ দিয়ে ইন্সটল করে নিন।
৩। আপনার মোবাইলের হোম স্ক্রিনের উপরে দেখবেন রিদ্মিক কীবোর্ড আইকনটি চলে এসেছে। টাচ করে ওপেন করুন।
৪।রিদ্মিক কিবোর্ড সিলেক্ট করুন। এবং শেষ করুন বাটনে চাপ দিন।
৫।নিচের মত সেটিং রাখুন।ব্যাস কাজ শেষ।
এই পুরো লেখাটা কিন্তু আমি মুখে মুখে টাইপ করেছি। আর এটি করার জন্য আমি নোটপ্যাড ব্যবহার করেছি। যেটা সবার মোবাইলেই থাকে। এরপরও না পারলে আমাকে কিন্তু দোষ দেবেন না।
Comments
Post a Comment