Posts

যেভাবে ফেসবুকে আপনাকে কোন পোস্টে ট্যাগ করা বন্ধ করবেন।

Image
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি পরিপত্র জারির কারণে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে ফেসবুকে একটি অনুরোধ রাখতে দেখছি। কেউ যেন তাদেরকে, পরিপত্র পরিপন্থী বা রাষ্ট্রবিরোধী কোনো পোস্টে ট্যাগ না করেন। তবে এ অনুরোধ কতজন রাখবেন তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এমনিতেই ফেসবুকে ট্যাগ অপশনটা অনেকের কাছেই বিরক্তিকর এবং অনেকেই চান না, কোন পোস্টে কেউ তাকে ট্যাগ করুক। অনুরোধ না করে বরং আসুন কেউ যেন আমাকে ট্যাগ না করতে পারে সে কাজটাই করি। যেভাবে ট্যাগ করা বন্ধ করবেন- ১। আপনার ফেসবুক অ্যাপ টি ওপেন করুন ২। ডান সাইডে মেনু অপশন এ ক্লিক করে settings & privacy তে ক্লিক করুন. ৩। settings এ ক্লিক করুন। ৪। আঙ্গুল দিয়ে ড্রাগ বা সুইপ করে tagging & timeline অপশনে যান। ৫। who can post on your timeline অপশনের টাচ করে Only me করে দেন। এতে করে আপনি ছাড়া কেউ আপনার টাইমলাইনে কোন কিছু পোস্ট করতে পারবে না। ৬. who can see other post on your timeline এই অপশন এ টাচ করে only me করে দেন। ফলে আপনার নিজস্ব পোস্

কিভাবে ফেসবুকে 360° ছবি আপলোড করবেন।

Image
আজকাল ফেসবুক ব্যবহার করেন আর সুন্দর সুন্দর ছবি পোস্ট করতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর ছবিটা যদি হয় 360° তাহলে তো কথাই নেই। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না কিভাবে এই 360° ছবি ফেসবুকে পোস্ট করতে হয়। আসুন জেনে নেই কিভাবে এটি করতে হয়। খুব কঠিন কিছু নয় বরং খুবই সহজ। তবে দুঃখের বিষয় সব সেট কিন্তু এটি সাপোর্ট করে না। আমার জানামতে স্যামসাং গ্যালাক্সি এবং আই আইফোন ফেসবুকের এই অপশনটি সাপোর্ট করে। অন্য ফোনেও করতে পারে আপনারা ট্রাই করে দেখবেন। এবার তাহলে জানা যাক কিভাবে এটি করব। থ্রি সিক্সটি ডিগ্রি ফটো কী তা বোঝার সুবিধার্থে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।  ১।প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের ক্যামেরা টি ওপেন করুন। ক্যামেরা নিচের দিকে যেখানে Photo, Vedio ইত্যাদি লেখা আছে সেটা ড্রাগ করে করে Panaroma তে সেট করুন। ২। মোবাইলটি Potrait মোডে মানে লম্বালম্বিভাবে ধরুন। ৩। ক্যামেরার শাটার বাটনটি চেপে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থেকে যেকোনো একটি ডিরেকশনে মোবাইলটি ঘুরিয়ে ঘুরিয়ে শুট করুন। অর্থাৎ হয় ডানে অথবা বামে যেকোনো একদিকে মোবাইলটি ঘোরাতে হবে। উভয় দিকে কি

কিভাবে ফেসবুকের কভার ফটোতে 3d Photo বা ভিডিও সেট করবেন।

Image
আমরা অনেকেই হয়তো জানি না, বর্তমানে ফেসবুকে আপনার প্রোফাইল এর কভার ফটোতে থ্রীডি ছবি বা ভিডিও সেট করা যায়। এটা ফেসবুকের একটি নতুন ফিচার। যা আপনার প্রোফাইল কে অনেকটাই আকর্ষণীয় করে তোলে। বিষয়টি বুঝার সুবিধার্থে অর্থাৎ কভার ফটোতে থ্রিডি ছবি বিষয়টি কেমন তা বোঝার জন্য ৯ সেকেন্ডের ভিডিওটি একটু দেখে নিন। কি চমৎকার না? আপনারও খুব ইচ্ছে করছে এমন কিছু করতে।এটা কিন্তু খুবই সহজ একটি কাজ। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এটি করবেন। ১। আপনার ফেসবুক অ্যাপটি চালু করে আপনার প্রোফাইলে যান। ২।কভার ফটোর ডান দিকে যে ক্যামেরা বাটনটি অর্থাৎ এডিট বাটন আছে ওখানে টাচ করুন। ৩। অনেকগুলো অপশন চলে আসবে। নিচের দিকে যে Select Art Work নামে অপশন টি আছে সেটি সিলেক্ট করুন। ৪।এবার দেখবেন আপনার সামনে বেশ কিছু ছবি এবং ভিডিও থ্রীডি ছবি ওপেন হয়ে গেছে। যে ছবিগুলা রুপোর ভিডিও আইকন বা থ্রীডি আইকন আছে বুঝতে পারবেন যে এগুলি আপনি খুজছেন। ৫।আপনার পছন্দের থ্রিডি ছবিটি সিলেক্ট করুন এবং উপরের ডান কর্নারে নেক্সট করুন। ব্যাস আপনার কাজ শেষ। মনে রাখতে হবে এই ফিচারের একটি লিমিটেশন হলো এখানে দেওয়া থ্রিডি ছব

সংসদ বাংলাদেশ টেলিভিশন এর প্রাথমিক শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান দেখার আহ্বান জানিয়ে একটা অ্যানিমেশন ভিডিও বানালাম। এটাই আমার জীবনের প্রথম বার। প্রথম বার হিসেবে বেশ মজা পেয়েছি।

স্পিচ রিকগনিশন টেকনোলজি ব্যবহার করে মুখেমুখে বাংলা বা ইংরেজী টাইপ করুন এবং লিখে ফেলুন আপনার মনের কথা ফেসবুক বা আপনার ব্লগে।

Image
আপনি আপনার বন্ধুকে এখন একটি টেক্সট ম্যাসেজ করতে চান। বা বড় কোনো আর্টিকেল লিখতে চান। কিন্তু বাংলা টাইপ করতে গিয়ে আপনি সমস্যায় পড়ছেন। আকার ওকার খুঁজে পেতে সমস্যা হয় এবং সময়ও লাগে অনেক। এতটা সময় আপনার হাতে নেই। সমস্যা নেই। আপনি আপনার কথাগুলো মুখে মুখে বলছেন আর আপনার মোবাইল সেটি টাইপ করে ফেলছে। কি অদ্ভুত শোনালো তাই না? এগুলো এখন আর কোন কল্পনা নয়।এসবই এখন বাস্তব। পাঠক নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন আমি স্পিচ রিকগনিশন টেকনোলজির কথা বলছি।এখন খুব সহজেই আপনি বাংলা বা ইংরেজি টাইপ মুখেমুখে করতে পারেন।এক্ষেত্রে আপনার শুধু লাগবে একটা ভালো স্মার্ট ফোন, বাংলা টাইপের জন্য রিদমিক কিবোর্ড নামের সফটওয়্যার যা খুব সহজে এবং বিনামূল্যে প্লে স্টোরে পেয়ে যাবেন। আর ইন্টারনেট কানেকশন। যা করতে হবে ১। যদি আপনার মোবাইলে ঋদ্মিক সফটওয়্যার টি না থাকে তাহলে সেটি Play store থেকে নামিয়ে ইন্সটল করে নিন। ইন্সটল করার পদ্ধতি এই লেখাটির শেষে পাবেন। ২। কাউকে কোন মেসেজ বা চ্যাটিং করার সময় যে অপশনে গিয়ে আপনি টাইপ করেন সেখানে টাচ করুন। নিচের ছবির মত একটি কিবোর্ড ওপেন হবে। ৩। কিবোর্ড এর ডানপাশে যে মা

কিভাবে ফেসবুকে থ্রিডি ফটো(3d Photo) আপলোড করবেন

Image
ফেসবুকে একটা ছবির দিকে হঠাৎই আপনার চোখ আটকে গেল। আরে ছবিটা তো চমৎকার ! মোবাইলের মুভমেন্ট এর সঙ্গে ছবিটিও এদিক সেদিক মুভ করছে। মনে হচ্ছে ছবির বস্তুটিকে হাত দিয়ে এখুনি ধরা যাবে। তেমন একটা ছবি আপলোড করতে আপনারও খুব ইচ্ছা করছে।কিন্তু কিভাবে করতে হয় জানেন না। যারা জানেন না লেখাটি তাদের জন্যই। এ ধরনের ফটো কে বলে 3d photo. যেটা ফেসবুকের সাম্প্রতিক সময়ের একটি ফিচার। এটি খুব কঠিন কিছু নয় বরং অনেক সহজ একটি কাজ। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এটি করতে হয়। তবে সব সেটে কিন্তু এই কাজটি করা যাবে না। সাধারণত আইফোনের এটি সবচেেয়ে ভালো হয়। এছাড়াও স্যামসাং গ্যালাক্সির কিছু এবং আরও দু একটি সেটে এটা করা যাবে।কোন কোন সেটে করা যাবে তা লেখাটির শেষে পাবেন। ১। আপনার facebook অ্যাপটি ওপেন করুন। ২। What's your mind অর্থাৎ যেখান হতে কোন কিছু পোস্ট করেন সেখানে যান। ৩। সেখানে টাচ করলেই দেখবেন অনেকগুলি অপশন চলে আসবে। সেখানে 3D Photo নামে একটি অপশন পাবেন। এটাতে টাচ করুন। ৪। আপনি যে ছবিটি থ্রিডি' ছবিতে পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন। ফেসবুক নিজের থেকেই ছবিটিকে 3d photo তে পরিণত করবে

ছুটি কালীন সময়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থানের জন্য পুনরায় সতর্ক করুন।

Image
চলমান করো না পরিস্থিতির কারণে এখন সারাদেশে সাধারণ ছুটি চলছে। তবে ছুটিকালীন সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ কে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীগণ কর্মস্থলে অবস্থান না করে যার যার বাড়িতে অবস্থান করছেন। এমতাবস্থায় মাঠ প্রশাসনকে সহযোগিতা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন ২ শাখা হতে ৯ এপ্রিল একটি পত্র জারি করা হয়। উত্তরপত্রে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা ১৮ এর কথা উল্লেখ করে কর্মচারীগণ নিজ নিজ কর্মস্থলে অবস্থানের জন্য সতর্ক করা হয়েছে।