১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে বেতন নির্ধারন করা প্রসঙ্গে।
জাতীয় বেতন স্কেল/১৫ এ ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে বেতন নির্ধারন করার কথা বলা হলেও এং অনলাইন কম্পিউটার অপশন দেয়া হলেও তা এখন উন্মুক্ত করা হয় নি। কোন কোন হিসাব রক্ষন অফিস এখনই উচ্চতর গ্রেড প্রদান করলে তা তাদের উপরই বর্তাবে এবং তা পুনরায় সংশোধন না বরলে আগস্ট/১৬হতে েউচ্চতর গ্রেড প্রাপ্তদের বেতন বন্ধ থাকবে মর্মে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয় বরিশাল হতে একটি চিঠি দেওয়া হয়েছে।
Comments
Post a Comment