তথ্য সংগ্রহ করুন, তথ্য শেয়ার করুন,নিজেক সমৃদ্ধ করুন.....
ধন্যবাদ
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
সকলের সহযোগিতা ও ভালবাসায় ২ মাসেরও কম সময়ে আমার ব্লগটির দর্শনার্থী সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেছে।এ সময়ে যারা সাথে ছিলেন, যারা সাথে থাকবেন বলে আশা করছি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।
বর্তমানে সারাদেশে সরকারি অফিস আদালতে (মন্ত্রনালয় , অধিদপ্তর ,পরিদপ্তর ) ডিজিটাল পদ্ধতিতে স্মারক নম্বর দেবার বিধান করা হয়েছে । যদিও অনেক অফিসে এখনও পূর্বের পদ্ধতিতেই স্মারক নং দেয়া হয়ে থাকে ।অনুমোদিত ও সংশোধিত ডিজিটাল নথি নম্বর পদ্ধতিটি পূর্ণ ডিজিটাল কোড দ্বারা সমন্বিত।কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে নথির সুষ্ঠু সংরক্ষণ ও নথির গোপনীয়তা রক্ষার্থে এই আধুনিক নথি নম্বর পদ্ধতিটির প্রবর্তন করা হয়েছে। ডিজিটাল নথি নম্বর ৭টি কোডের সমন্বয়ে গঠিত।নতুন নথি নম্বর প্রদানে ডিজিটাল পদ্ধতিটির কোডভিত্তিক বিশ্লেষণ এবং ব্যবহার পদ্ধতি নিম্নরূপঃ নথি নম্বর ০০.০০০.০০০.০০.০০.০০০.০০০০ ক)মন্ত্রণালয়/বিভাগের কোডঃ নথি নম্বরের ১ম অবস্থানে সন্নিবেশিত হবে।এই কোড দুই অংক বিশিষ্ট হবে। খ)দপ্তর/ইউনিট/কোষ/শাখা/অধিশাখা/অনুবিভাগ কোডঃ নথি নম্বরের ২য় অবস্থানে সন্নিবেশিত হবে।এই কোড তিন অংক বিশিষ্ট হবে।প্রতিটি মন্ত্রণালয় তার বিভিন্ন দপ্তর/ইউনিট/কোষ/শাখা/অধিশাখা/অনুবিভাগ এর জন্য সমন্বিত কোড নম্বর প্রদান করে একটি তালিকা প্রকাশ করবে এবং স্থায়ী নথি নম্বর হিসেবে তা সংরক্ষণ করবে। গ)বিষয়ভিত্তিক শ্রেণীবিন্যাস কোডঃ নথি নম্বরের ...
সরকারি কর্মচারী ছুটি বীধিমালাতে আমরা অর্জিত ছুটির ক্ষেত্রে গড় বেতন ও অর্ধ গড় বেতন শব্দদুটি আমারা প্রায়ই শুনি থাকি , কিন্ত আমরা জানি কি গড় বেতন ও অর্ধ গড় বেতন আসলে কাকে বলে আর কীভাবেই বা তা হিসাব করতে হয়। চলুন জেনে নেই
যোগদানকাল নির্নয় (S.R 294/Rule 81, B.S.R /Rule 2270. E Code -II) একজন সরকারি কর্মচারিকে জনস্বার্থে এক স্টেশন হতে অন্য স্টেশনে বদলী করা হলে নিম্মলিখিত পদ্ধতিতে যোগদানকাল নির্নয় করা হয়- ১। প্রসতুতির জন্য ৬ দিন। ২। রেল ভ্রমনের ক্ষেত্রে ২৫০ মাইল বা ৪০০ কি.মি, পর্যন্ত ১ দিন। ৩। সামুদ্রিক স্টীমার ভ্রমনের ক্ষেত্রে ২০০ মাইল বা ৩২০ ...
Comments
Post a Comment