বিদ্যালয়ে প্রাঙ্গনে বৃক্ষ রোপন সংক্রান্ত।

 যে সকল বিদ্যালয়ে জমি বা জায়গা আছে কিন্তু অর্থের সমস্যার কারনে বিদ্যালয়ের প্রাচীর দেয়া যাচ্ছে না বা প্রাচীর আছে এবং পর্যাপ্ত জায়গা আছে সে সকল বিদ্যালয়ে বৃক্ষ রোপন করে একই সঙ্গে যেমন সৌন্দর্য বৃদ্ধি করা যায় তেমনি বিদ্যালয়ের প্রাচীরের কাজ করা যায়
তাই এসকল বিদ্যালয়ে বৃক্ষ রোপন করতে হবে।



Comments

Popular posts from this blog

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে