করোনায় করণীয়



সম্প্রতি মার্কিন গবেষক ড. ক্রেইগ কন্সিডাইন তার এক প্রতিবেদনে করোনা প্রতিরোধে মহানবী (সা:) এর কথা উল্লেখ করেছেন।
এর উদাহরণ হিসেবে মোহাম্মাদ (সা.)-এর সময়ের একটি ঘটনার কথা উল্লেখ করেন মার্কিন এই গবেষক।

তিনি তিরমিজি শরিফের বরাত দিয়ে লিখেন, ‘একদিন, নবী এক বেদুইনকে লক্ষ্য করলেন যে, সে তার উটটি না বেঁধে চলে যাচ্ছে। তখন তিনি বেদুইনকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি তোমার উটটি বেঁধে রাখছো না কেন?’

জবাব বেদুইন বললো, ‘আমি আল্লাহ উপর ভরসা রেখেছি।’ তখন নবী বললেন, ‘তোমার উটটি আগে বেঁধে রাখ, তারপর আল্লাহ উপর আস্থা রাখ।’
ঘটনাটা জেনে সত্যিই অবাক হয়েছি। আল্লাহর প্রিয় বান্দা যেখানে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে বসে থাকেন নি সেখানে চলতি পথে অনেককেই দেখলাম কোন রকম সতর্কতা ছাড়াই বলছেন করোনা আল্লাহ দিছেন আল্লাহই বাচাবেন।
না নিজেরা সতর্ক না হয়ে শুধু আল্লাহকে ডাকলে কখনই এ থেকে পরিত্রান পাওয়া যাবে না।বরং এটাকে একটু ভিন্ন ভাবে এবং কিছু সুযোগ হিসাবে দেখলে আমার আপনার কাজটা অনেক সহজ হয়।

১। অনেকেই বলছেন এটা নাকি আল্লাহর গজব। এটাকে গজব না ভেবে বরং পরীক্ষা ভাবুন। বিশ্বাসীরা জানেন আল্লাহ আমাদের নানাভাবে পরীক্ষা করেন।এ হতে উদ্ধার হতে বাইরে বের না হয়ে বরং দিনে পাচ ওয়াক্ত নামাজ পড়ুন। পাচবার ওজুতে আপনি করোনা মুক্ত থাকবেন সাথে ঈমানী পরীক্ষায়ও পাশ করবেন। হয়ত এ হতে আপনার নামাজের অভ্যাসও গড়ে উঠবে। আর যদি তা নাও হয় যে কয়দিন পড়বেন তাই আপনার আমল নামায় লেখা হবে।

২। ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা বা বাইরে না যেতে পেরে যারা হাপিয়ে উঠছেন তারা আপনার সেই সন্তানটির কথা ভাবুন যে হয়ত বসতেও শেখেনি।যে নিজে হতে বাইরে যেতে পারে না।বাইরে গিয়ে আপনি হয়ত তার জন্য মৃত্যু ডেকে আনবেন। শারীরীক সামর্থে আপনি করোনাকে পরাজিত করবেন কিন্ত আপনার সন্তানটি বা বৃদ্ধ বাবা মা হেরে যাবে।
৩। ফেসবুক বা পত্রিকাতে প্রতিদিন কতজন মারা গেল তা না খুজে প্রতিদিন কতজন সুস্থ হলো এটা খুজুন। অযথা প্যানিক সৃষ্টি না করে সচেতনভাবে চলা ফেরা করুন।
৪। ইনবক্সে দোয়া ইউনুস পাঠিয়ে, ' আল্লাহর কসম তুমি এটা দশ জন পাঠাও তাহলে শুভ সংবাদ পাবে ' বলে খোলা ময়দানে না ঘুরে দোয়া পড়ুন সাথে নিজেকে অকারন বাইরে যাওয়া হতে বিরত রাখুন।
৫। যারা বিভিন্ন কারনে পরিবারকে সময় দিতে পারেন না তারা এই সময় পুরোটাই পরিবারকে দিন। হয়ত আপনার ভাঙা সম্পর্ক আবার জোড়া লেগে যেতে পারে।

সর্বোপরিএ সময়,কিছুদিন জনসমাগম এড়িয়ে বিশেষজ্ঞ পরামর্শ মেনে মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, অকারণ বাইরে না যাওয়া আর সাথে আল্লাহর কাছে প্রার্থনা করা।

Comments

Popular posts from this blog

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে