প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের সি এল ( নৈমিত্তিক ছুটি) রেজিস্টারের নমুনা ছক।


              

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন তাঁদের বিভিন্ন প্রয়োজনে এক পঞ্জীকাবর্ষে  ২০ দিন নৈমিত্তিক ছুটি ভোগ করে থাকেন। যদিও নৈমিত্তিক ছুটি চাকুরী বিধীমালার স্বীকৃত কোন ছুটি নয়, অর্থাৎ এ  ছুটি দাবী করা যাবে না, তথাপি বিভিন্ন প্রয়োজনে একজন শিক্ষককে নৈমিত্তিক ছুটি প্রদান করা হয় যা একটি নির্দিষ্ট রেজিস্টারে রেকর্ড রাখতে হয়। রেকর্ড রাখার জন্য সি এল রেজিস্টারের একটি নির্দিষ্ট ফরমেটটি দেখে নিন……



Comments

Popular posts from this blog

নথিতে/অফিসিয়াল চিঠিতে ডিজিটাল স্মারক নং দেবার পদ্ধতি ও ব্যাখ্যা

গড় বেতন ও অর্ধ গড় বেতন কাকে বলে এবং কীভাবে তা হিসাব করবেন।

জনস্বার্থে বদলীকৃত সরকারি কর্মচারিদের প্রকৃত যোগদানকাল নির্নয় করবেন যেভাবে